Ad Code

Responsive Advertisement

Whatsapp চালানো যাবে এখন থেকে পিসিতে আসুন জেনে নেই, সোশ্যেল মিডিয়া,প্রযুক্তি কথন।

Whatsapp পিসিতে ইন্টল করুন এবং উপভোগ করুন ইচ্ছেমতো। 

আমরা কমবেশী সবাই প্রতিনিয়তই চ্যাট করি। ভার্চুয়াল জগতে একে অপরের সাথে যোগাযোগের জন্য চ্যাটিং খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে Whatsapp হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন অপরজনের সাথে Facbook, Google, MSN, Yahoo এবং আরও যেসব সামাজিক ওয়েবসাইট আছে প্রায় সবগুলোই একসাথে ব্যবহার করতে পারে আর এরজন্য আলাদা আলাদা কোথাও লগিন করতে হবে না।

 Whatsapp সাধারণত আন্ড্রয়েড মোবাইলের জন্য ব্যবহার করা হলেও সম্প্রতি একটি  সফটওয়্যারের কল্যাণের এটিকে পিসিতেও চালানো সম্ভব, কিন্তু কীভাবে তা আমরা নিম্নে দেখতে যাচ্ছি।

 সর্বপ্রথমে Bluestacks.com হতে আপনার অপারটিং সিস্টেম অনুযায়ী bluestacks সফটি ডাউনলোড করতে হবে। এই সফটির একটি মজার ব্যাপার হলো এর সাহায্যে অ্যান্ড্রয়েডের অনেকগুলো এপস চালানো যাবে।



এরপর আন্যান্য সফটওয়্যারের মতো একেও একই নিয়মে ইন্সটল দিতে হবে এবং ইন্স্টলের পর চালু করতে হবে। 




ডাউনলোডের পর দেখবেন ডিফল্টভাবেই Whatsapp তালিকায় আগে থেকেই আছে।




আন্ড্রয়েড মোবাইলের ইন্সটল দেয়র ন্যায় পিসিতেও Whatsapp সফটটি ইন্সটল করে নিতে হবে। এরপর উপভোগ করা যাবে Facebook, Google, MSN , Yahoo সহ আরও অনেক সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।

এই সফটটিকে উইন্ডোজ কিংবা ম্যাক দুটো অপারেটিং সিস্টেমেই চালানো যাবে। 

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ