Ad Code

Responsive Advertisement

হ্যাকিং: ফেসবুকের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলো এক ক্লিকে রিমুভ করুন ফ্রেন্ড লিস্ট থেকে ।।

রিমুভ ফেসবুকের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড
যাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে বন্ধুদের ছরাছরি এবং এত এত ফ্রেন্ড দের মাঝে আসল বা অ্যাক্টিভ বন্ধু খুজে পাচ্ছেন না তাদের জন্য একটাই রাস্তা সেটা হল ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড গুলোকে আনফ্রেন্ড করে দেওয়া । কিন্তু ফ্রেন্ড লিস্টে এত বেশি ফ্রেন্ড যে ইনঅ্যাক্টিভ দের খুঁজে বার করা দুঃসাধ্য হয়ে পরেছে । আমি আপনাদের কে গুগল ক্রম ব্রাউজার এর একটি এক্সটেনশন দেবো যা দিয়ে ডিঅ্যাক্টিভ করে দেওয়া আইডি গুলোকে অটোমেটিক রিমুভ করে দেবে এবং রিমুভ করা ফ্রেন্ড গুলোর একটা লিস্ট আপনাকে দেবে ।

গুগল ক্রম এক্সটেনশন
১) উপরের লিঙ্ক থেকে প্রথমে গুগল ক্রমের এক্সটেনশনটি অ্যাড করুন ।

২) এরপর ফেসবুক ফ্রেন্ড লিস্ট টা ওপেন করে ক্রমের ডান দিকে উপরে থাকা ফেসবুক এবং রোবট আইকনে ক্লিক করুন ।

৪) তার পর ছবির মত আসলে START-এ ক্লিক করুন এবং অপেক্ষা করুন ।

৫) ফ্রেন্ড রিমুভ করা হয়ে গেলে নতুন একটা পেজ আসবে আর আনফ্রেন্ড করে দেওয়া বন্ধুদের নাম আসবে ।

প্রয়োজনে ভিডিও টি দেখে নিন ।


আপনি চাইলে লিস্ট টা সেভ করেতে পারেন । পরবর্তীতে কাজে লাগতে পারে ফ্রেন্ড রিমুভ কররা কাজে । এখানে ইনঅ্যাক্টিভ আইডি বলতে আমি ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া আইডি বুঝিয়েছি । আপনার ছবি বা পোস্ট এ লাইক বা কমেন্ট দেয় না এমন কাউকে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড বলা হয়নি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ