Ad Code

Responsive Advertisement

প্রতিটি মানুষের জানা উচিত তার নিজের সম্পর্কে কিছু আশ্চর্য রকম তথ্য

আজকে আমি আপনাদের দেয়ার চেস্টা করব কিছু আশ্চর্য রকম তথ্য দেয়ার! সেটা হল আপনার সম্পর্কে কিছু আশ্চর্য সত্য যা হয়তো আপনি জানেন না! 

 • যদি আপনি স্বাভাবিক হন তাহলে আপনার ব্রেইন ৫ গুন বেশি তথ্য ধারন করতে পারে "Encyclopedia Britannica" থেকে।

•  আপনার শরীরে কয়টা তিল? বেশি তিল হলে আপনি বেশি দিন বাঁচবেন।

• আপনার ব্রেইন দিনের তুলনায় রাতে কাজ করে বেশি।

• আপনার ব্রেইনের ৮০ শতাংশ পানি।

• গড়ে প্রতিদিন আপনার মাথা থেকে চুল পরে যায় ৬০-১০০টি।

• আপনার হাতের মধ্যের আঙ্গুলের নখ অন্যগুলোর তুলনায় দ্রুত বড় হয়ে যায়।

• ছেলেদের তুলনায় মেয়দের Heart Beat বেশি।

• মেয়রা পুরুষের চাইতে দুইগুন বেশি চোখের পাতা ঝাঁপটায়।

• আপনি যদি কোন কিছু বেশি খেয়ে ফেলেন তাহলে কানে কম শুনবেন।

• আপনার নাক ৫০,০০০ ভিন্ন ভিন্ন গন্ধ চিনতে পারে।

• সোমবারে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি , স্কটল্যান্ডের একটি গবেষণা থেকে জানা গেছে।

• শিরচ্ছেদ করার পরও মানুষের ব্রেইন ১৫-২০ সেকেন্ড পর্যন্ত সজাগ থাকে।

• জন্মের সময় আপনার হাড় ছিল ৩০০ টা বড় হওয়ার পর হয়ে গেছে ২০৬ টা।

• আপনি সন্ধ্যার তুলনায় সকালে ১ সেঃ মিঃ বেশি লম্বা।

• আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে আপনার জিহ্বা।

• এক পা সামনে এগুতে হলে আপনার শরীরের ২০০ মাংস পেশি ব্যাবহার করতে হবে।

• আপনি যদি ঠাণ্ডা রুমে ঘুমান তাহলে খারাপ সপ্ন দেখার সম্ভাবনা বেশি।

• আপনার নিজের শরীরে নিজে কাতুকুতু দিতে পারবেন না।

• মানুষের রক্তের তুলনায় প্রিন্টারের কালির দাম বেশি।

• আপনার পায়ের কাছে সাপ থাকলে আপনি দৌড়াতে পারবেন না শুধু লাফাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ