Ad Code

Responsive Advertisement

গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে উপার্জন- ২য় পর্ব

এটি চার পর্বের ধারাবাহিক পোষ্ট আজ এর ২য় পর্ব শুরু করলামঃ


পরিশ্রম করে একটা ভালমানের ব্লগ সাইট তৈরি করতে পারলে আর ভিজিটর বাড়ানোর সব কৌশল প্রয়োগ করতে পারলে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না। আপনি ঘুমিয়ে থাকবেন আর আপনার একাউন্টে ডলার জমতে থাকবে। সত্যি অভাবনীয়! 


ভিজিটর বাড়ানোর কৌশল জানতে ইন্টারনেটের সাহায্য নিন।

যারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করে দীর্ঘমেয়াদী উপার্জন করতে চান তাদের জন্য নিচে কতিপয় গাইডলাইন প্রদত্ত হল।
১. যে ধরনের ব্লগিং সাইট করতে চান, তা ভেবে চিন্তে নির্বাচন করুন। অর্থাৎ যেসব সাইটে ভিজিটর বেশি প্রবেশ করে সে ধরনের সাইট তৈরি করুন। ব্লগিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


২.সাধারণত শিক্ষামূলক (কম্পিউটারের বিভিন্ন বিষয়সহ অন্যান্য শিক্ষা), সাধারণ জ্ঞান, খেলাধুলা, স্বাস্থ্য সম্পর্কিত, ফিটনেস টিপস্, ইত্যাদি বিষয়ের সাইটে ভিজিটর বেশি হয়ে থাকে। এ ধরনের ভালমানের সাইটকে ফলো করে আপনিও অনুরুপ ব্লগিং সাইট তৈরি করতে পারেন।

৩. প্রথমেই টাকা উপার্জনের চিন্তা মাথায় না এনে যথেষ্ট সময় নিয়ে সাইটকে সমৃদ্ধ করতে চেষ্টা করুন।

৪. কখনোই কোন সাইটের contents কপি করে আপনার সাইটে পোস্ট করবেন না। অবশ্য ভাল কোন ব্লগিং সাইটকে অনুকরণ করে নুতন আর্টিক্যাল, টিউটোরিয়াল, টিপস্, ইত্যাদি পোস্ট করতে পারেন।

৫. সাইট পরিপূর্ণভাবে তৈরি হলে ভিজিটর বাড়ানোর জন্য মনোযোগী হোন। এক্ষেত্রে Seo এর প্রাথমিক বিষয়গুলো প্রয়োগ করুন। ( ব্যাকলিংক তৈরি, ফোরামে পোস্ট, বুকমার্কিং ইত্যাদি) 

৬. সবশেষে Google Adsense এর জন্য apply করুন।


তবে এ সুযোগটি কাজে লাগানোর জন্য আগে আমি নিচের ৫টি গাইডলাইন ফলো করার জন্য সাজেষ্ট করছি।
১. পোষ্ট: সম্পূর্ণ ইউনিক, স্ব-হস্তে লিখে কমপক্ষে ৩০টি পোষ্ট করুন। কপি-পেষ্টের ধারে কাছে যাবেন না।
২. ভাষা: সম্পূর্ণ ইংরেজিতে পোষ্ট করুন, বাংলা সাইটে Google Adsense এপ্রুভ হবে না।
৩. বিষয়বস্তু: নিউজ, খেলাধুলা, টিউটোরিয়াল, স্বাস্থ্য-ফিটনেস, সাধারন জ্ঞান ইত্যাদি বিষয়বস্ত নিয়ে সাইট করলে Adsense এপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
৪. সাইট ডিজাইন: ওয়ার্ডপ্রেস বা জুমলা দিয়ে সাইট ডিজাইন করুন। কারন, উভয়টি SEO এনাবেলড, যা Google অগ্রাধিকার দিয়ে থাকে।
৫. SEO:  সাইটটিকে সার্চ ইঞ্জিনসমূহে ইনডেক্স করুন এবং সাইটম্যাপ সাবমিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)