Ad Code

Responsive Advertisement

আপনার Pendrive কে কম্পিউটার এর RAM এ পরিণত করেনিন ।।।

 বর্তমান যুগে কম্পিউটারের স্বল্প দৈর্ঘ্য RAM দুঃসহকর হয়ে দাঁড়িয়েছে। প্রথমত কম্পিউটার ধির গতি সম্পন্ন হয়, তাছাড়া ভালো মানের গেমসও খেলা যায়না বা সফটওয়্যারতো চলেই না...
আজকের এই দিনে কম্পিউটার আছে কিন্তু RAM কম এরকম মানুষের অভাব নেই। তবে কম্পিউটার আছে কিন্তি Pen-drive নাই এরকম মানুষের অভাব।


আমি আজকে আপনাদের একটা ট্রিক্স দিবো। আশা করি আপনাদের সকলের মনের দুঃখ দূর হবে।

    প্রথমেই Pen-drive টি আপনার PC তে লাগান
    তারপর Pen-drive টি Formate দিয়ে নিন
    তারপর My Computer থেকে Pen-drive Properties দেখুন
    উপরে Rady Boost লেখা থাকবে সেখানটায় ক্লিক করুন
    Unsuccessful হলে Test Again এ ক্লিক করুন

কজতো শেষ এখন ঝড়ের গতিতে চলবে আপনার PC।
Windows XP,7&8 এ শতভাগ কাজ করবে তবে vista তে একটু সমস্যা হতে পারে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ