Ad Code

Responsive Advertisement

কে সেরা—Lionel Messi, নাকি Cristiano Ronaldo (CR7)

কে সেরা—Lionel Messi, নাকি Cristiano Ronaldo (C7)? কয়েক বছর ধরে চালু জমজমাট এক বিতর্ক। কখনো Ronaldo কে ছাপিয়ে মেসি, কখনো আবার মেসিকে ছাপিয়ে Ronaldo—কয়েক বছর ধরে এই চলছে ‘খেলা’! এ দফা অবশ্য পর্তুগিজ উইঙ্গারকে হারিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক।


কে সেরা—Lionel Messi, নাকি Cristiano Ronaldo (C7)? কয়েক বছর ধরে চালু জমজমাট এক বিতর্ক। কখনো Ronaldo কে ছাপিয়ে মেসি, কখনো আবার মেসিকে ছাপিয়ে Ronaldo—কয়েক বছর ধরে এই চলছে ‘খেলা’! এ দফা অবশ্য পর্তুগিজ উইঙ্গারকে হারিয়ে দিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

তবে বাস্তব ‘game-এ’ নয়, ভিডিও game-এ! ইএ স্পোর্টসের তৈরি ‘fifa 2015’ game টির খেলোয়াড় রেটিংয়ে Lionel Messi এর অবস্থান ১ নম্বরে। bercelona ফরোয়ার্ডের রেটিং ১০০-এর মধ্যে ৯৩। সেখানে Ronaldo-এর অবস্থান ২-এ, রেটিং ৯২। রেটিংয়ের পার্থক্যই বলে দিচ্ছে, কী হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই ঘোর প্রতিদ্বন্দ্বীর মধ্যে! ব্যাপারটা কিন্তু ম্যাচ জয়ের মতোই, সে হোক ১ গোল কিংবা ১০ গোলের ব্যবধানে—জয় তো জয়ই!


৯০ রেটিং নিয়ে ৩ নম্বরে আছেন Bayern Munich ও হল্যান্ড উইঙ্গার আরিয়েন রোবেন। একই রেটিং সত্ত্বেও পিএসজি স্ট্রাইকার ইব্রাহিমোভিচ চারে, বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার পাঁচে। দুই বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও লুইস সুয়ারেজ ৮৯ স্কোর নিয়ে যথাক্রমে ছয় এবং সাতে। ওদিকে দুই বায়ার্ন তারকা বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও ফ্রাঙ্ক রিবেরি ৮৮ রেটিং নিয়ে যথাক্রমে আট ও নয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে একমাত্র এডেন হ্যাজার্ড আছেন সেরা দশে। চেলসি উইঙ্গারের রেটিংও অবশ্য ৮৮।

কে সেরা—Lionel Messi, নাকি Cristiano Ronaldo (C7)
কে সেরা—Lionel Messi, নাকি Cristiano Ronaldo (C7)

শীর্ষ দশে নেই Ángel Di María, Neymar, Wen Runi মতো তারকারা। রেটিং করা হয়েছে মূলত গত এক বছরে কাপ ও লিগের খেলায় খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে। ভিডিও game-এ খেলোয়াড়ের সামর্থ্য নির্ধারণ করা হয়েছে ওই পারফরম্যান্সের ভিত্তিতেই। gameটি যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর।   

শীর্ষ দশে নেই Ángel Di María, Neymar, Wen Runi মতো তারকারা। রেটিং করা হয়েছে মূলত গত এক বছরে কাপ ও লিগের খেলায় খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে। ভিডিও game-এ খেলোয়াড়ের সামর্থ্য নির্ধারণ করা হয়েছে ওই পারফরম্যান্সের ভিত্তিতেই। gameটি যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর।

শীর্ষ দশে নেই Ángel Di María, Neymar, Wen Runi মতো তারকারা। রেটিং করা হয়েছে মূলত গত এক বছরে কাপ ও লিগের খেলায় খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে। ভিডিও game-এ খেলোয়াড়ের সামর্থ্য নির্ধারণ করা হয়েছে ওই পারফরম্যান্সের ভিত্তিতেই। gameটি যুক্তরাজ্যে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর।   



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ