Ad Code

Responsive Advertisement

দেশে তৈরি হচ্ছে আর্ন্তজাতিক মানের মোবাইল গেইম

বাংলাদেশে ডেস্কটপে খেলার মতো উল্লেখ্যযোগ্য কোনো গেইম তৈরি না হলেও মোবাইল গেইম তৈরিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের মোবাইল গেইম।

 

২০০৫ সালের দিকে দেশে প্রথমবারের মতো মোবাইল প্ল্যাটফর্মে গেইম ডেভেলপ শুরু হয়৷ দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান রাইজ আপ ল্যাবসের টিপ ট্যাপ অ্যান্ট গেইমটি আইফোন ব্যবহারকারীদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এ গেইম থেকে কোম্পানিটি প্রায় ৭০ হাজার মার্কিন ডলার আয় করেছে।

এ ছাড়া হাতিরঝিল, আইটিআইডব্লিউ, শাপলা অনলাইন, নর্থ বেঙ্গল আইটি, রেলিসোর্স টেকনোলজিস, সালেহা আইটি, অ্যালবাট্রস টেকনোলজিসসহ বেশ কিছু প্রতিষ্ঠান দেশেই আন্তর্জাতিক মানের গেম তৈরি করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ