Ad Code

Responsive Advertisement

ডিলেট না হওয়া ফাইল বা ফোল্ডার ডিলেট করার সহজ উপায়!!!

 

মাঝে মাঝে কম্পিউটার এর Hide File বা Folder Delete করা যায় না। মেমোরি, পেনড্রাইভ বা কম্পিউটার এ ভাইরাসে আক্রান্ত করে এবং এমন কিছু ফোল্ডার তৈরি হয়েছে যা ডিলেট করা সম্ভাব হয় না। আমি আজ একটা সফটওয়্যার এর বিবরন দিবো যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার, মেমোরি কার্ড বা পেনড্রাইভ এর হিডেন ফাইল গুলো খুব সহজেই ডিলেট করতে পারবেন। ভয় পাবেন্না তেমন বড় কোন সফটওয়্যার না, মাত্র 1.2 MB । সফটওয়্যার টির নাম Unlocker ।


যেভাবে যা করবেন
প্রথমে সফটওয়্যার টি আপনার কম্পিউটার এ Download করে ইনস্টল করুন।
Download Link
এবার যে file বা folder টি ডিলেট করবেন সেটার উপর রাইট বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করুন।
এবার No Action এ ক্লিক করে Delete সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন।
এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন দেখুন আপনার ফাওল বা ফোল্ডার টি delete হয়ে গেছে। ( ডিলিট করার পদ্ধতি টা আপনার ফাইল বা ফোল্ডার এর উপর ভিত্তি করে একটু ভিন্ন ও হতে পারে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ