Ad Code

Responsive Advertisement

বাজারে না আসতেই বাজিমাত করলো আইফোন ৬ ও ৬ প্লাস, আইফোন, অন্যান্য, খবর।

বাজারে আসতেই নতুন রেকর্ড গড়লো আইফোন ৬ ও ৬ প্লাস।



এক সপ্তাহ না যেতেই বিশ্বব্যাপী এক কোটির বেশী আইফোন-৬ ও ৬ গ্লাস বিক্রি করে এক নতুন রেকর্ড করেছে  অ্যাপেল। পূর্বের ৯০ লাখ এর বেশী হ্যান্ডসেট বিক্রির করে রেকর্ড করে অ্যাপেল। পূর্ববর্তি রেকর্ডটিও অবশ্য অ্যাপেলেরই গড়া ছিল।


প্রথম সপ্তাহ না পেরুতেই এতো সংখ্যক হ্যান্ডসেট বিক্রি হবে বলে ধারণা করেনি স্বয়ং অ্যাপেল নিজেই এমনটিই জানিয়েছেন অ্যাপলের এক্সিকিউটিভ টিম কুক। তিনি আরও বলেন যে, ক্রেতাদের বিষয় মাথায় রেখে তাঁরা আরো হ্যান্ডসেট সাপ্লাইয়ের জন্য কঠোর পরিশ্রম করছেন।

প্রযুক্তিপ্রেমীদের জন্য গত ৯ সেপ্টেম্বর আইফোন-৬ ও ৬ প্লাস নামে দুটি হ্যান্ডসেট উন্মুক্ত করে অ্যাপেল। এরপর পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, পুয়ের্তি রিকো এবং সিঙ্গাপুরের বাজারে ছাড়া হয় হ্যান্ডসেট দু’টি।


এছাড়াও আরো ২০টি দেশে হ্যান্ডসেটগুলি পাওয়া যাবে  আগামী ২৬ সেপ্টেম্বর হতে এবং এরই সাথে চলতি বছরে এর তালিকায় যোগ হতে চলছে নতুন ১১৫টি দেশ। 
       ১.আইফোন-৬’র পর্দা ৪.৭ ইঞ্চি।
       ২.আইফোন-৬ প্লাসের পর্দা ৫.৫ ইঞ্চি।
       ৩.অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ভার্সন IOS-8.

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ