Ad Code

Responsive Advertisement

মোবাইল ফোনকে ব্যবহার করুন ইন্টারনেট মডেম হিসেবে, টিউনস, অন্যান্য।

মডেম  রুপে কাজ করানো যাবে এক্ষণ অ্যান্ড্রয়েড ফোনকে, টিউনস, অন্যান্য. 

 

অ্যান্ড্রয়েড ফোনকে খুব সহজেই মডেম হিসেবে কম্পিউটারে ব্যবহার করা যায়। এ জন্য ফোনে ইন্টারনেট সংযোগ সক্রিয় থাকতে হবে।

এ ক্ষেত্রে ফোনের ডেটা কেবল কম্পিউটারের ইউএসবিতে যুক্ত করতে হবে।  অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণের জন্য Menu\Settings-এ যান। এখানে Mobile networks চেপে Data connection-এ গিয়ে
মুঠোফোনের যে ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার করবেন সেটি চালু করে নিন। এবার Setting থেকে  More wireless -এ যান। এখন চাপতে হবে tethering & portable hotspot অপশনটি।  USB tathering এ চাপার
ফলে সেটি চালু হয়ে যাবে এবং ফোনের ইন্টারনেট কম্পিউটারে চালানো যাবে। অন্যান্য  অপারেটি সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে উপরের নিয়মে
অনুসরণ করে tethering & portable hotspot খুজে নিয়ে USB tethering সক্রিয় করে দিলে ফোনকে মডেম হিসেবে কাজ
করা যাবে।

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ