Ad Code

Responsive Advertisement

Online Payment Gateway Skrill ব্যাবহারে আর বাঁধা নেই!

সম্প্রতি Online Payment Gateway Skrill (পূর্বে Moneybookers নামে পরিচিত) তাদের US bank উইথড্র সংক্রান্ত নীতিতে কিছুটা পরিবর্তন আনে। আর এর আওতায় বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরের ব্যবহারকারীদের ক্ষেত্রে US উইথড্র সুবিধা বাতিল করা হয়। আর বিষয়টি তিনটি দেশের ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমেও অবহিত করা হয়।

সম্প্রতি Online Payment Gateway Skrill (পূর্বে Moneybookers নামে পরিচিত) তাদের US bank উইথড্র সংক্রান্ত নীতিতে কিছুটা পরিবর্তন আনে। আর এর আওতায় বাংলাদেশ, পাকিস্তান এবং মিশরের ব্যবহারকারীদের ক্ষেত্রে US উইথড্র সুবিধা বাতিল করা হয়। আর বিষয়টি তিনটি দেশের ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমেও অবহিত করা হয়।
Online Payment Gateway Skrill ব্যাবহারে আর বাঁধা নেই!


তবে US উইথড্র বন্ধ করে দেওয়া হলেও এই তিনটি দেশে সেবা দেওয়া বন্ধ হচ্ছে না। কেবলমাত্র এই তিন দেশের ব্যবহারকারীরা নিজের Skrill অ্যাকাউন্টে থাকা US $ (dollar) নিজ দেশের কোন ব্যাংকে উত্তোলন করতে পারবেন না। তবে একজন ব্যবহারকারী চাইলে তাঁর স্ক্রীল অ্যাকাউন্টের কারেন্সি বা মুদ্রা পরিবর্তন করে সহজেই ব্যবহার করতে পারবেন এই প্ররতিষ্ঠানের সেবা। US $ (dollar) এর পরিবর্তে অন্য কোন মুদ্রা (ইউরো, পাউন্ড প্রভৃতিসহ ৪৩ টি মুদ্রা রয়েছে) ব্যবহারের জন্য আপনার অ্যাকাউন্টে লগিন করে কারেন্সি পরিবর্তন করে নিতে পারেন। আর কোন সমস্যার সম্মুখীন হলে স্ক্রীল সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে।

বর্তমানে যাদের অ্যাকাউন্টে US $ (dollar) রয়েছে, মুদ্রা পরিবর্তন করলে তাদের অর্থ সেই কাঙ্ক্ষিত মুদ্রায় রূপান্তর হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ