Ad Code

Responsive Advertisement

আগ্নেয়গিরির অবশিষ্টাংশ দ্বারা গঠিত কাল বালির অন্ধকার সমুদ্র সৈকত!

যখনি কেউ আপনাকে বলে "সমুদ্র সৈকত" এর কথা আপনি সম্ভবত হলুদ বা সাদা বালি, সমুদ্রের তরঙ্গ, উজ্জ্বল সূর্য এবং একটি বিশাল ঢেউ বা সুস্বাদু সমুদ্র স্নানের কথা মনে করেন। কিন্তু রহস্যময় এই পৃথিবীর এমন কিছু রহস্যময় সমুদ্র সৈকত রয়েছে যা আমাদের কিছু চিন্তাকেও হার মানাবে, আশা থেকে হতে পারে অনেক বেশী। যেখানে রয়েছে বিভিন্ন আকার এবং রং এর পাথর।

আগ্নেয়গিরির অবশিষ্টাংশ দ্বারা গঠিত কাল বালির অন্ধকার সমুদ্র সৈকত!


এমনি একটি অবিশ্বাস্য "সমুদ্র সৈকত" এর নাম "Black Sand Beach, Dark Sea" বা কাল বালির অন্ধকার সমুদ্র সৈকত। পাথর তো নেই শুধু যে দিকেই চোখ যাবে আপনার চোখে পরবে কাল বালি আর অন্ধকার। কাল বালির অন্ধকার এই বিখ্যাত সমুদ্র সৈকতটি হাওয়াইতে অবস্থিত! তবে শুধু অন্ধকার নয় কাল রং-এর সুন্দর্যও যে রয়েছে তা এই বীচে না এলে বুঝা কঠিন। প্রতি দিনই এই বীচে শত শত পর্যটক আসে অন্ধকার এই সমুদ্র সৈকতটি একবার দেখতে । 

এমনি একটি অবিশ্বাস্য "সমুদ্র সৈকত" এর নাম "Black Sand Beach, Dark Sea" বা কাল বালির অন্ধকার সমুদ্র সৈকত। পাথর তো নেই শুধু যে দিকেই চোখ যাবে আপনার চোখে পরবে কাল বালি আর অন্ধকার। কাল বালির অন্ধকার এই বিখ্যাত সমুদ্র সৈকতটি হাওয়াইতে অবস্থিত! তবে শুধু অন্ধকার নয় কাল রং-এর সুন্দর্যও যে রয়েছে তা এই বীচে না এলে বুঝা কঠিন। প্রতি দিনই এই বীচে শত শত পর্যটক আসে অন্ধকার এই সমুদ্র সৈকতটি একবার দেখতে ।
ক্যাপশন যুক্ত করুন

 আগ্নেয়গিরির অবশিষ্টাংশ দ্বারা গঠিত কাল বালির অন্ধকার সমুদ্র সৈকত!

যখনি কেউ আপনাকে বলে "সমুদ্র সৈকত" এর কথা আপনি সম্ভবত হলুদ বা সাদা বালি, সমুদ্রের তরঙ্গ, উজ্জ্বল সূর্যা এবং একটি বিশাল ঢেউ বা সুস্বাদু সমুদ্র স্নানের কথা মনে করেন। কিন্তু রহস্যময় এই পৃথিবীর এমন কিছু রহস্যময় সমুদ্র সৈকত রয়েছে যা আমাদের কিছু চিন্তাকেও হার মানাবে, আশা থেকে হতে পারে অনেক বেশী। যেখানে রয়েছে বিভিন্ন আকার এবং রং এর পাথর।

শুধু অন্ধকার নয় কাল রং-এর সুন্দর্যও যে রয়েছে তা এই বীচে না এলে বুঝা কঠিন। প্রতি দিনই এই বীচে শত শত পর্যটক আসে অন্ধকার এই সমুদ্র সৈকতটি একবার দেখতে ।

শুধু অন্ধকার নয় কাল রং-এর সুন্দর্যও যে রয়েছে তা এই বীচে না এলে বুঝা কঠিন। প্রতি দিনই এই বীচে শত শত পর্যটক আসে অন্ধকার এই সমুদ্র সৈকতটি একবার দেখতে ।

শুধু অন্ধকার নয় কাল রং-এর সুন্দর্যও যে রয়েছে তা এই বীচে না এলে বুঝা কঠিন। প্রতি দিনই এই বীচে শত শত পর্যটক আসে অন্ধকার এই সমুদ্র সৈকতটি একবার দেখতে ।


ধারাবাহিক ভাবে আমাদের প্রজুক্তির পাতায় প্রতিদিন এমনি কিছু রহস্যময় সমুদ্র সৈকত নিয়ে নিয়িমিত আলোচনা থাকবে। লিখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার এবং পুর্ববর্তি পোষ্টগুলো পড়তে পারেনঃ

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ