Ad Code

Responsive Advertisement

ল্যাপটপে চার্জ ধরে রাখার কিছু সহজ উপায় (How keep your laptop, tab and smartphone's battery's charge) , ল্যাপটপ, স্মার্টফোন, জানা অজানা, নির্বাচিত

এখন থেকে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন-এ চার্জ সহজেই ধরে রাখা যাবে। (How keep your laptop, tab and smartphone's battery's charge)

How keep your laptop, tab and smartphone's battery's charge
How keep your laptop, tab and smartphone's battery's charge

বর্তমান যুগে প্রযুক্তির এই একচেটিয়া দাপটে আমরা সবাই এর প্রতি যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছি আর এরই ফলশ্রুতিতে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন যেন আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে পড়েছে।তবে এসব ব্যবহারে সুবিধা একদিকে যেমন রয়েছে ঠিক অন্যদিকে রয়েছে এর প্রতি দুশ্চিন্তাও। কারণ এসব ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোন থেকে ওয়েব ব্রাউজ করতে গেলে  চার্জ ধরে রাখার বিষয়টি সবচেয়ে বেশী দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়। সম্প্রতি গুগলের জানিয়েছে যে, তাঁরা ওয়েব ব্রাউজ করার সময় চার্জ যাতে কম ফুরায় তা নিয়ে কাজ করছে। গুগল ওয়েব পেজে চার্জ সাশ্রয় করে ফ্ল্যাশ ভিডিও দেখার সুবিধা করে দিচ্ছে। (How keep your laptop, tab and smartphone's battery's charge)

সম্প্রতি গুগল ক্রোম ব্রাউজারটি হালনাগাদ করতে সফটওয়্যার নির্মাতা অ্যাডোব সিস্টেমসের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন-এ যাঁরা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাঁদের ফ্ল্যাশ প্লেয়ারের কারণে অতিরিক্ত ব্যাটারির চার্জ ফুরাবে না। অধিকতর উন্নত হবে ফ্ল্যাশ ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। (How keep your laptop, tab and smartphone's battery's charge)



অন্যদিকে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ক্রোম ব্রাউজারে এমন প্রকার ফিচার যুক্ত করেছে যে যার ফলে যেকোন ওয়েব পেজে যেকোন ধরনের ফ্ল্যাশ কনটেন্ট শনাক্ত করতে সক্ষম হবে এবং ক্রোম সেটিই প্লে করবে যেটি ওয়েব পেজের সেন্ট্রালে থাকবে। অপরদিকে ব্যবহারকারীর কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এমন যেকোন কন্টেন্টই তারা এক ক্লিকের মাধ্যমে চালাতে পারবে। (How keep your laptop, tab and smartphone's battery's charge)


গুগল কর্তৃপক্ষ নতুন এই ফিচারটি সম্পর্কে এক ব্লগ পোস্টে জানিয়েছে যে, যখন ফ্ল্যাশযুক্ত কোনো ওয়েবপেজ চালু করা হয় তখন ডিভাইসের চার্জ তূলানামূলকভাবে বেশী খেয়ে থাকে আর তাই গুগল ফ্ল্যাশযুক্ত কোন ওয়েবপেইজ চালু করা হলে তখন এই ফিচারটি ফ্ল্যাশ অ্যানিমেশনের মতো কনটেন্ট বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধ করে দেয় তবে অন্যদিকে ওয়েবপেজের কেন্দ্রে থাকা ভিডিওর মতো কনটেন্ট কোনো বাধা ছাড়াই চলতে পারে যার ফলে চার্জ কম ফুরায় এবং ওয়েব ব্রাউজারে ব্রাউজও করা যায় দীর্ঘক্ষণ। (How keep your laptop, tab and smartphone's battery's charge)

সর্বশেষে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্বয়ংক্রিয়ভাবে গুগল ক্রোমের এই সংসকরণটি ব্রাউজারের সাথে যুক্ত অবস্থায় থাকবে। ব্যবহারকারীর ইচ্ছে মতই গুগলের কনটেন্ট সেটিংস পেজে গিয়ে ‘ডিটেক্ট অ্যান্ড রান ইম্পর্ট্যান্ট প্লাগইন কনটেন্ট’ নির্বাচন করে তা রান দিতে পারেন। ভবিষ্যতে গুগল পিসির চার্জ দীর্ঘসময় বাঁচাতে আরও উন্নত ও শক্তিসাশ্রয়ী ব্যবস্থা আনার কথাও জানিয়েছে। (How keep your laptop, tab and smartphone's battery's charge)


আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে। (How keep your laptop, tab and smartphone's battery's charge)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ