Ad Code

Responsive Advertisement

অনির্দিষ্ট কাল ধরে উড়বে ড্রন


Dron

অন্যান্ন আকাশযানের মত ড্রোনেরও উড্ডয়ন সময়ের সীমাবদ্ধতা আছে এবং একে নির্দিষ্ট সময় শেষে রিচার্জের জন্য অথবা জ্বালানী সংগ্রেহের জন্য মাটিতে নামতে হয় । কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে ।


বোয়িং সংস্থা এই সপ্তাহে একটি সয়ংক্রিয় ড্রোনের স্বত্তাধিকার গ্রহণ করেছে যেটি আকাশে উড়ন্ত অবস্থাতেই রিচার্জ করা সম্ভব । অর্থাৎ এটি মাটিতে না নেমেই অনির্দিষ্ট কাল আকাশে উড়তে সক্ষম ।

ড্রোনটির একটি রিট্রাকটাবল টেথার ক্যাবল থাকবে যেটিকে মাটিতে থাকা জ্বালানী উৎসের সাথে সংযোগ করা যাবে এবং পরিপুর্ণ চার্জ হয়ে গেলে ক্যবলটি সয়ংক্রিয় ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে । এই প্রযুক্তিটি আরো সাচ্ছন্দময় করতে শক্তি উৎস গুলো সমুদ্রে অথবা চলমান যানবাহনেও স্থাপন করা যাবে।

তবে একটা বিষয় লক্ষ্যনীয় যে ড্রোন গুলোর ব্যটারি অনুযায়ি সে গুলো রিচার্জ হতে কত লম্বা সময় নিবে । তাই এর সাথে সাথে দ্রুত ব্যটারি চার্জের প্রযুক্তিও উদ্ভাবন প্রয়োজন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ