Ad Code

Responsive Advertisement

আসুন জেনে নেই যে ৬টি প্লাগইন্স অবশ্যই প্রয়োজন ওয়ার্ডপ্রেস ইন্সটলের পর, (Six outstanding plug ins for wordpress site) , ওয়ার্ডপ্রেস, নির্বাচিত

নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের প্লাগইন্স সম্পর্কে কিছু প্রয়োজনীয় টিপস

Six outstanding plug ins for wordpress site
Six outstanding plug ins for wordpress site

ওয়ার্ডপ্রেস ব্যবহারের পাশাপাশি এর প্রয়োজনীয় প্লাগইন্স সম্পর্কে জানাটাও খুব প্রয়োজন।এই আর্টিকেলটি মূলত নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য আর এর মূল কারণ হচ্ছে CMS প্লাটফর্মে ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস বর্তমানে ইন্টারনেট বিশ্বে একটি সুপরিচিত নাম। এটি মূলত ফ্রীওয়্যার আর এই সফটওয়্যারটি গত ১১ বছর ধরে ব্যবহারকারীদের দিয়ে আসছে অনেক সুযোগ সুবিধা। এই CMSটির সহজ Customization সুবিধার পরিপেক্ষিতে গড়ে উঠেছে ছোট বড় অনেক অনেক ব্যবসা প্রতিষ্ঠান। অনেকে আবার ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে গড়েছেন সফল ক্যারিয়ার। অন্যদিকে অনেক নতুন প্রতিভাবানরা তাদের ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এই আর্টিকেলটি মূলত তাদের জন্য যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস-এ ওয়েব সাইট খুলেছে বা খুলতে যাচ্ছে তাদের জন্য। নিম্নে ওয়ার্ডপ্রেস-এর এমন ৬টি প্লাগিন্স-এর সুবিধা সম্পর্কে আলোচনা করা হলোঃ-

১.FooBox Media Lightbox
এটি ওয়ার্ডপ্রেস এর একটি অন্যতম প্লাগইন। এই প্লাগইনটির মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইটের ছবি ভিডিও ইত্যাদি আকর্ষনীয় করে তোলা যায়। এটি অবশ্য একটি প্রিমিয়াম প্লাগইন। প্লাগইন ওয়েবসাইট থেকে ক্রয় করে এটিকে ব্যবহার করা যেতে পারে। নিম্নে এর ডাউনলোড লিংটি দেয়া হলোঃ-


২.All-in-one-seo-pack
এই প্লাগইন্টির সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই কম বেশি সবাই জানে এর উপকারিতার সম্পর্কে।এই প্লাগইন্টির সম্পর্কে শুধু এটাই বলা যায় যে এটি ব্যতিত ওয়ার্ডপ্রেস সাইটের SEO করা যায়না। নিম্নে এর ডাউনলোড লিংকটি দেয়া হলোঃ-


৩.BackupBuddy
বর্তমানে সাইট হ্যাক অতি সাধারণ একটি ঘটনা আর এই সাধারণ ঘটনার ফলে হারাতে হয় সাইটের সব মূল্যবান ডাটাবেস আর তাই সাইট তৈরীর পাশাপাশি এর সিকিউরিটির ব্যাপারটাও মাথায় রাখতে হয়। বাজার ওয়ার্ডপ্রেস-এর জন্য যেসব মূল্যবান প্লাগইন্স পাওয়া যায় BackupBuddy প্লাগইনটি অন্যতম এই প্লাগইন্টি সাইটের ডাটাবেস ব্যাক-আপ করে রাখে। যার ফলে সাইটি হ্যাক হওয়া সত্ত্বেও ডেটাবেস নিয়ে কোন চিন্তার প্রয়োজন হয়না। আর তাই ওয়ার্ডপ্রেস-এ সাইট বানানোর সাথে সাথে এই প্লাগইন্টি এখনই লাগিয়ে নেয়া উচিৎ। নিম্নে এই প্লাগইন্টি ডাউনলোড করার একটি লিংক দেয়া হলোঃ-



৪.Akismet
যারা স্প্যাম লিংক ছড়ায় তাদের রোধ করাতে  Akismet নামক প্লাগইনটি খুবই জনপ্রিয়। এটি স্প্যামারদের ব্লক করে দিয়ে থাকে।সবচেয়ে বড় ব্যাপার হলো এটি সম্পূর্ণ ফ্রী। এটা অবশ্য ওয়ার্ডপ্রেসে ডিফল্ট অবস্থায় পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে ডাউনলোড লিংক্টি নিম্নরূপঃ-



৫.Jetpack by WordPress
এই প্লাগইনটিতে অনেক গুলো সুযোগ সুবিধা রয়েছে। অটোমেটিকলী সোসিয়াল শেয়ার, কয় বার দেখা হয়েছে, রিলেটেড টিউন, কন্টাক্ট ফর্ম, কাস্টম টিউমেন্ট বক্স ইত্যাদি সুযোগ সুবিধা দিয়ে থাকে এই প্লাগইনটি। নিম্নে এর ডাউনলোড লিংটি দেয়া হলোঃ-


৬.Contact Form 7
ওয়ার্ডপ্রেস সাইটে আকর্ষনীয় কন্টাক্ট ফর্ম প্লাগইন হিসেব এটি অন্যতম। তাছাড়া এই প্লাগইনটি এসইও ফ্রেন্ডলী বটে, নিম্নে এর ডাউনলোড লিংকটি দেয়া হলোঃ-


আশা করি পোস্টটি পড়ে ভালো লাগবে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ