Ad Code

Responsive Advertisement

অ্যাডাল্ট ভিডিও শিশুদের ইউটিউব অ্যাপেও

ইউটিউব ফর কিডস কিছুদিন আগে চালু হয়েছিল শিশুদের জন্য। যা শিশুদের উপযোগী করে তৈয়েরী করা হয়েছিলো। 


অ্যাডাল্ট ভিডিও শিশুদের ইউটিউব অ্যাপেও, শিশুদের ইউটিউব অ্যাপে অ্যাডাল্ট ভিডিও, YouTube-Kids, kidses youtube, youtube-for-kids.

 কিন্তু তা সত্বেও এবার প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি।দুটি সংস্থা দ্য সেন্টার ফর ডিজিটাল ডেমোক্রেসি এবং দ্য ক্যাম্পেইন ফর অ্যা কমার্শিয়াল ফ্রি চাইল্ডহুড জানিয়েছে , শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হলেও এই অ্যাপে তারা এমন কিছু ভিডিও খুঁজে পেয়েছেন যা কোনমতেই শিশুতোস নয়। তারচেয়ে এই কনটেন্টগুলোকে অ্যাডাল্ট কনটেন্টই বলা যায়।

অ্যাডাল্ট ভিডিও শিশুদের ইউটিউব অ্যাপেও, শিশুদের ইউটিউব অ্যাপে অ্যাডাল্ট ভিডিও, YouTube-Kids, kidses youtube, youtube-for-kids.সংস্থা দুইটি আরও জানিয়েছেন, শিশুদের জন্য নিরাপদ ও শিক্ষামূলক, এই কথা বলে বলে গুগলে গার্ডিয়ানদের কাছে এই অ্যাপের প্রচার প্রচারণা চালাচ্ছে। অথচ এইখানে এমন অনেক ভিডিও আছে যা কোনমতেই ফ্যামিলি ফ্রেন্ডলি বা শিশুতোস সংজ্ঞার আওতা ভুক্ত না।

সংস্থা দুটি ইউটিউব ফর কিডস অ্যাপ থেকে যেসকল অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছেন, সেগুলোর মাধ্যমে দুই মিনিটের একটি ভিডিও ক্লিপ তৈরি করেছেন, এবং অনলাইনে প্রকাশ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ