ইউটিউব ফর কিডস কিছুদিন আগে চালু হয়েছিল শিশুদের জন্য। যা শিশুদের উপযোগী করে তৈয়েরী করা হয়েছিলো।

কিন্তু তা সত্বেও এবার প্রশ্নের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি।দুটি
সংস্থা দ্য সেন্টার ফর ডিজিটাল ডেমোক্রেসি এবং দ্য ক্যাম্পেইন ফর অ্যা
কমার্শিয়াল ফ্রি চাইল্ডহুড জানিয়েছে , শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা
হলেও এই অ্যাপে তারা এমন কিছু ভিডিও খুঁজে পেয়েছেন যা কোনমতেই শিশুতোস নয়।
তারচেয়ে এই কনটেন্টগুলোকে অ্যাডাল্ট কনটেন্টই বলা যায়।

সংস্থা দুটি ইউটিউব ফর কিডস অ্যাপ থেকে যেসকল অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছেন, সেগুলোর মাধ্যমে দুই মিনিটের একটি ভিডিও ক্লিপ তৈরি করেছেন, এবং অনলাইনে প্রকাশ করেছে।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji