Ad Code

Responsive Advertisement

এবার জার্মান পার্লামেন্ট হ্যাকারের কবলে

একদল সাইবার অপরাধী জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করেছে বলে জানা গেছে। কে বা কার হ্যাক করেছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জনা যায়নি। 


এবার জার্মান পার্লামেন্ট হ্যাকারের কবলে,হ্যাকারের কবলে জার্মান পার্লামেন্ট, haker aateced to german parliament

পার্লামেন্টের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে হামলার এ বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

স্থানীয় নিউজ ম্যাগাজিন ডের স্পিগেল জানায়, সাম্পতিক এই হামলায় বুন্ডেসটাগের অভ্যন্তরীণ ডাটা নেটওয়ার্ক আক্রান্ত হয়েছে। সাইবার অপরাধীদের আক্রমণের বিষয়টি বেশ কিছুদিন আগেই বুঝতে পেরেছিলেন আইটি বিশেষজ্ঞরা। তবে এখন পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। প্রায় একই সময় জার্মানীর গোয়েন্দা সংস্থা সম্ভাব্য এ হামলার বিষয়ে সতর্ক করেছিলেন সরকারের আইটি প্রতিরক্ষা বিভাগকে।

জার্মান সংসদের মুখপাত্র ইভা হাকি বলেন, সংসদের কম্পিউটার নেটওয়ার্কের বুন্ডেসটাগ আইটি সিস্টেম হ্যাক হয়েছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন এই মুখপাত্র। বর্তমানে জার্মান ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি বিষয়টি নিয়ে কাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ