Ad Code

Responsive Advertisement

মোবাইল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চালু হোল ভয়েস কলিং সেবা

 বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে অনেকদিন থেকেই ভয়েস কলিং সুবিধা চালু হওয়ার কথা শোনা যাচ্ছিল। অবশেষে ব্যবহারকারীদের বহু কাঙ্ক্ষিত ভয়েস কলিং বা কথা বলার সুবিধাটি চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটস অ্যাপে বিনা মূল্যে ভয়েস কলিং ফিচার চালুর বিষয়টি জানাজানি হয়, একজন রেডিট ব্যবহারকারী তার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে এই সুবিধাটি চালু হওয়ার স্ক্রিনশট অনলাইনে প্রকাশ করার পর। তবে আপাতত এটি কেবল ভারতের ব্যবহারকারীদের মধ্যে সীমিত থাকছে বলে জানা গেছে।

ফাস্টপোস্ট ডটকমের খবরে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে হোয়াটসঅ্যাপের ফ্রি ভয়েস কলিং ফিচারটির আইকন চ্যাট এবং কন্টাক্ট ট্যাবের পাশেই রয়েছে। ভয়েস কলিং লিস্টটা স্মার্টফোনের কন্টাক্ট লিস্টের মতোই।

জানা গেছে, আপাতত ভারতের ব্যবহারকারীরা ইনভাইটেশনের ভিত্তিতে ভয়েস কলিং সুবিধাটি পাবেন। অর্থাৎ যিনি ইতোমধ্যেই ফিচারটি ব্যবহার করছেন, তিনি যাকে হোয়াটসঅ্যাপে কল করবেন, সে এই ফিচারটি পাবেন।

এ ছাড়া ভয়েস কলিং সেবাটির ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ২.১১.৫০৮ সংস্করণটি ইনস্টল করা থাকতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ