Ad Code

Responsive Advertisement

অ্যাপল সম্প্রতি তাদের নতুন আইওএস ৮.৩ বেটা ২ ডেভেলপাড়দের জন্য উন্মুক্ত করছেন (IOS 8.3 beta 2), আইফোন, প্রতিবেদন

সম্প্রতি আইওএস ৮.৩ বেটা ২ অ্যাপল উন্মুক্ত করলো ডেভেলপাড়দের জন্য।

IOS 8.3 beta 2
            IOS 8.3 beta 2
সম্প্রতি অ্যাপল তাদের আইফোন এবং আইপ্যাডের অপারেটিং সিস্টেম আইওএস ৮.৩ এর দ্বিতীয় বেটা সংস্করণ উন্মুক্ত করেছে।  এই সংস্করণে অ্যাপল বেশ কিছু নতুন ফিচার যুক্ত করলেও প্রথমবারেই তা চোখে পড়বে না। নতুন ফিচারগুলোর মধ্যে আছে গুগল অ্যাকাউন্টে লগইন করার জন্য আরও উন্নত সিস্টেম, আপডেটেড সিরি প্রভৃতি।

অন্যদিকে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা এই সংস্করণে নতুন আরো ফিচারের মধ্যে রয়েছে ওয়্যারলেস কারপ্লে, নতুন ইমোজির কালেকশন। তবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে চীনের জন্য অ্যাপল পে চালু করা। এই সংস্করণের ফলে এখন থেকে অ্যাপল পে’র সুবিধা পাবেন  চীনের ব্যবহারকারীরাও।

তবে অ্যাপলের পক্ষ থেকে এই সংস্করণ কবে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে সে ব্যাপারে  এখনও কিছু জানানো হয়নি। তবে এটি আগামী মার্চের মধ্যভাগে  পাওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও অ্যাপল ওয়াচ বাজারে এপ্রিলের প্রথমভাগে আসার কথা রয়েছে। তবে মনে করা হচ্ছে যে, মার্চের আগেই সবার জন্য উন্মুক্ত করা হবে আইওএস ৮.৩ বেটা ২।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ