Ad Code

Responsive Advertisement

টুইটার অনুসরণ করলো ফেসবুককে

ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবার নতুন পরিষেবা এনেছে ট্যুইটার। যার পোশাকি নাম– হোয়াইল ইউ আর অ্যাওয়ে। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার যে টুইটটি জনপ্রিয় বলে মনে করবে, সেটিকে ব্যবহারকারীর টুইটার পেজের উপরের দিকে দেখানো হবে। যা অনেকটা ফেসবুকের জনপ্রিয় নিউজ ফিডের মতো। এমনটাই জানাচ্ছে দ্য গার্ডিয়ান। 

 

বিজ্ঞাপন ও প্রমোশনাল টুইট ছাড়া এভাবে কোনো পোস্টকে শীর্ষে দেখাতো না টুইটার। টুইটারের পক্ষ থেকে এক বিজ্ঞাপনে বলা হয়েছে, 'এবার থেকে আপনি যখনই লগ ইন করবেন, আপনি পাবেন এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।' তাদের নতুন এই পরিষেবার লক্ষ্য, দিনভর লাখো টুইটের মধ্যে যেন জনপ্রিয় ও প্রয়োজনীয় টুইটটি হারিয়ে না যায়, খবর গার্ডিয়ানের। টুইটারে দৈনিক ৫০০ মিলিয়নেরও বেশি টুইট করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ