Ad Code

Responsive Advertisement

টুইটারে যোগ কোরতে যাচ্ছে তাদের নতুন ফিচার "ফটো ফিল্টার"

 

বিশ্ব প্রযুক্তির এই ইন্টারনেট জগতে সবাই facebook, twitter, g plus নিয়ে বেস্ত। আর শেই সঙ্গে সসিয়াল ওয়েবসাইট গুলো তাদের অবস্থান ধরে রাখার জন্য সাইটে যোগ করছে বিভিন্ন মজাদার ফিচার। আর ব্যবহারকারীদের কথা মাথায়  ছবি নিয়ন্ত্রণের সুবিধা দিতে নতুন একটি অ্যাপ যোগ করতে যাচ্ছে সসিয়াল ওয়েব সাইট Twitter। অ্যাপ্লিকেশনটি iOS ও Android ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই ওয়েব সাইটে যোগ করা হচ্ছে।

অ্যাপটি ইন্সটাগ্রামের মতো ফটো-ফিল্টারের সুবিধা দেবে বলে টেক ক্রাঞ্চের এক রিপোর্টে বলা হয়েছে। ফটো-ফিল্টারটিতে দুটো ট্যাপ ও একটি স্লাইডারও যুক্ত থাকবে। সম্প্রতি ফেইসবুক হ্যাশট্যাগ ও ট্রেন্ডিং টপিকস এবং টুইটার নিউজফিডের মতো অপশন চালু করে। নতুন অ্যাপটি এই দুটো অপশনের সমন্বয় বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ