রহস্যে (Mystery) ঘেরা ৫ টি ছবি।
![]() |
Mystery |
Mystery বা রহস্য যাকে ঘিরে বরাবরই মানুষের মনে কৌতহলের শেষ নেই। এমনই অনেক কিছুই আছে যার কখনই কোন ব্যাখ্যা হয় না আর তাই আজ আমি এমন ১০ ছবি নিয়ে এলাম যার ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারে নি। নিম্নে এগুলো দেয়া হলোঃ-
১. Babushka-এক রহস্যময়ই নারী
![]() |
Babushka |
১৯৬৩ John F. Kennedy-এর assassination এর সময় এক ভিডিও recorder-এ record কৃত এক ভিডিও-তে এই রহস্যময়ই মহিলাকে দেখা যায়, যেখানে তার উপস্থিতি John F. Kennedy-এর উপর গুলি চলার জায়গাতেই ছিল। ভিডিও তে তার উপস্থিতি পুলিশদের আশার আলো দেখালেও পরবর্তীতে পুলিশ অনেক চেষ্টার পরেও ঐ রহস্যময়ই মহিলার আর সন্ধান পায় নি।
২. Hessdalen Lights: এলিয়েন না প্রাকৃতিকভাবে সৃষ্ট আলোকবার্তা।
![]() |
Hessdalen Lights |
Hessdalen Lights-নিয়ে আছে অনেক রহস্য এই আলোটি দেখা যায় Norway-তে। এই আলোটি সবচেয়ে বেশী দেখা যায় ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এ সময় বিশ্বজুড়ে মানুষ এই আলোটি দেখতে এখানে এসে জমা হতো যা প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ বার দেখা যেত। তৎকালিন বিজ্ঞানীদের কাছে এর কোন জবাব ছিল না অন্যদিকে hypothesize-দের কাছে এটি একটি এলিয়েন এয়ারক্রাপ্ট দ্বারা সৃষ্ট একটি আলোকবার্তা বলে ধারণা করা হয়েছিল।
৩. The Mystery Of The Hook Island Sea Monster
![]() |
Sea Monster |
বর্তমানে এই ছবিটি এখন তোলা হয়েছে বললে হয়তো অনেকে বলবে এটি সম্পূর্ণ Photoshop দিয়ে বানানো হয়েছে কিন্তু এই ছবিটি তোলা হয় ডিসেম্বর ১৯৬৪ সালে তখন থেকে এটি সবচেয়ে বেশী Circulated হয়েছে এবং তখন কিন্তু কোন Photoshop-ও ছিল না। এক দম্পতি এই Island-এ ছুটি কাটাতে গিয়ে একদিন হঠাৎ এক অদ্ভুত আওয়াজের সাথে এই প্রাণিটিকে দেখে পরে তারা এর কয়েকটি ছবি তুলে রাখে। এটি প্রায় ৭৫-৮০ ফিট লম্বা বলেও তারা জানায়। এরপর অনেক চেষ্টা করার পরও এর আর সন্ধান পাওয়া যায়নি।
৪. The Solway Firth Spaceman Mystery
![]() |
Spaceman Mystery |
Jim Templeton যখন তার স্ত্রী ও কন্যার ছবি তুলছেন তখনো হয়তো বা তিনি জানতেন না এই ছবি তাকে কতটা আলোচনায় এনে দিবে। ছবিগুলো তুলার পর যখন তা হাতে পায় তখন দেখে একটি ছবিতে তার কন্যার পেছনে এক স্পেস্ম্যান দাঁড়িয়ে আছে যা ঐ ছবিটি তুলার সময় ছিল না। পরবর্তীতে পুলেশের কাছে এই ছবিটি নিয়ে গেলে এতে কোন লাভ হয় না কিন্তু পরে এই খবরটি নিউজ পেপারে প্রকাশ পেলে বিশ্বজুড়ে তা আলোড়ন সৃস্টি করে।
৫.The S.S. Watertown Phantom Faces
![]() |
Faces |
১৯২৪ সালে New York-এর S.S. Watertown-এ একটি কার্গো টেঙ্কে James Courtney and Michael Meehan নামের দুজন ক্লিনার সেখানে পরিষ্কারের কাজ পায় কাজের সময় অতিরিক্ত গ্যাসে তাদের মৃত্যু ঘটে পরবর্তীতে সমুদ্রের পাশে তাদের দুজনের লাশ দাফন করা হয়। ঠিক এরপর থেকে অনেকদিন যাবত এই সমুদ্রের পানিতে এই দুজনের মুখমণ্ডলের একটি প্রতিচ্ছবি দেখা যেত পরবর্তীতে Captain Keith Tracy-এই প্রতিচ্ছবির একটি ফটো তুলে রাখে যা পরবর্তীতে চারপাশে আলোড়ন সৃষ্টি করে।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji