Ad Code

Responsive Advertisement

কোন সফটওয়্যার ছাড়াই পিসি ও ল্যাপটপে পেনড্রাইভ বন্ধ করার উপায় কি আসুন জেনে নেই, টিপস এন্ড ট্রিকস।

সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভ ব্যবহার বন্ধ করার সহজ উপায় সংক্ষেপে জেনে নেই।

সফটওয়্যার ছাড়াই পিসি ও ল্যাপটপে পেনড্রাইভ বন্ধ করার উপায়
সফটওয়্যার ছাড়াই পিসি ও ল্যাপটপে পেনড্রাইভ বন্ধ করার উপায়
আমাদের মাঝে কমবেশি সবাই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি এবং এরই সাথে নানা কারণে ব্যবহার করতে হয় পেন্ড্রাইভকে অর্থাৎ USB ক্যাবলকে। আর এতে অনেক সময় পিসি বা ল্যাপটবে প্রবেশ করতে পারে নানা
ভয়ংকর ভাইরাস যা পিসি বা ল্যাপ্টপকে পুরোপুরি নষ্ট করি দিতে পারে। তাই যে কেউ যে কোন সময় যেন পিসি বা ল্যাপটপে পেনড্রাইভ ব্যবহার করতে পারে সেক্ষেত্রে যথেষ্ট খেয়াল রাখতে হয়। কিন্তু আমাদের অজান্তেই আমাদের এই পিসি বা ল্যাপটপে এমন অপশন আছে যার সাহায্যে খুব সহজেই পেন্ড্রাইভ ব্যবহার বন্ধ করতে পারি। আসুন দেখি কিভাবেঃ-

প্রথমে Start-Run-regedit সাথে সাথে একটি উইন্ডো ওপেন হবে উইন্ডোটিকে ওকে দিয়ে ওপেন করতে হবে। নিম্নে একটি ছবিকে মার্ক করে দেখিয়ে দেয়া হলো



এখন ৩ নাম্বারে HKEY_LOCAL_MACHINE+Sytem+Current Control Set Services-এ গিয়ে একেবারে নিচের দিকে USBTOR এ গিয়ে Start ওপেন করে ভ্যালু ৩ কে পরিবর্তন করে
৪ এ রূপান্তর করতে হবে ব্যস কাজ শেষ।

এখন যেকোন পেন্ড্রাইভ বা USB ক্যাবল পিসিতে প্রবেশ করালে এটি আর পিসি বা ল্যাপ্টবে দেখাবে না। পরবর্তীতে আবার পেন্ড্রাইভ বা USB ক্যাবল ব্যবহার করার প্রয়োজন হলে একইভাবে ৪ কে ৩ রূপান্তর করে দিলে পুনরায় সব ঠিক হয়ে যাবে।

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ