Ad Code

Responsive Advertisement

ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!

এই অভিযানের নেতৃত্বে ছিলেন শফিকুল ইসলাম ফারুক। তিনি নিজের বাসায় টিভিতে উদ্ধার অভিযানের ব্যর্থতা দেখে নিজেই একটি কৌশল আবিষ্কারের চেষ্টা করেন। নিজস্ব চিন্তা থেকে একটি যন্ত্রের প্রোটোটাইপও আঁকেন। এরপর সেটি নিয়ে চলে আসেন ঘটনাস্থলে। প্রথমে তারা পরিকল্পনা করেন নিজেদের মধ্যে কেউ একজন কূপের ভেতর নামবেন। এজন্য ফায়ার সার্ভিসের কাছে অক্সিজেন মাস্ক, সেফটি বেল্টসহ আরো কিছু জিনিসপত্র চান। কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই ঝুঁকি নিতে রাজি হয়নি। এরপরও হাল ছাড়েননি তারা। (ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার! )

ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!
ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!

এবার তারা ভাবতে থাকেন বিকল্প কিছু। মাছ ব্যবসায়ী ফারুকের নেতৃত্বের তারই পরিকল্পনা অনুযায়ী শাহ আব্দুল্লাহ মুন ও সুজন দাস রাহুলের যৌথ প্রয়াসে তৈরি করা হয় সেই যন্ত্র। এর জন্য ফায়ার সার্ভিসেরও সহায়তা নেন। কিন্তু কাজটি করতে হবে অত্যন্ত দ্রুততার সাথে। ফারুক ও আবু বকর সিদিদ্দীক যোগাযোগ করেন রানাপ্লাজা দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক যিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান সেই আব্দুল মজিদের সঙ্গে। তাদের সঙ্গে আরো যোগ দেন গাড়ি ব্যবসায়ী শরিফুল ইসলাম, লিটু ও আব্দুল কাদের চৌধুরী। 

ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!
ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!

যন্ত্রটি বানানোর পর থেকে তারা অপেক্ষা করতে থাকেন। কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেখানে কাজ করতে থাকায় সুযোগ পাননি। দুপুরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যখন হাল ছেড়ে দেয় তখন তারা কাজে নেমে পড়েন। বিকেল আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে খাঁচাটি পাইপের মধ্যে ছাড়া হয়। ধীরে ধীরে সেটি নিচে থামতে থাকে। টর্চলাইট ও সিসি ক্যামেরা চালু থাকায় ২১ ইঞ্চি টেলিভিশনে ছবিগুলো আসতে থাকে। খাঁচাটি ২৫০ ফুট নিচে নামার পরই জালে মোড়ানো একটি বস্তুর ছবি ভেসে আসতে থাকে। তাদের ধারনা ছিলো খাঁচাটি উপর থেকে পাইপের মধ্যে ছেড়ে দিলে বস্তুর উপর পড়বে। 

ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!
ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!

এতে করে চিকন রড উপরে উঠে বস্তুটি খাঁচার মধ্যে চলে আসবে। এরপর চিকন রড পুনরায় নিচে গিয়ে একটি স্থানে আটকে যাবে। কিন্তু জিহাদ সেভাবে উঠে আসেনি। তার জামার একটি অংশ ও তার শরীরে জড়ানো জালের মত সুতা খাঁচার নিচের অংশে থাকা বড়শির মত আংটায় বেধে যায়। এরপরই রশি টেনে উপরে তোলা হয়। যন্ত্রটি কুপের ভেতর নামানো প্রথম চেষ্টাতেই সফল। শিশু জিহাদের নিথর দেহ উঠে আসে।

ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!
ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!

 কিন্তু আশ্চর্যজনকভাবে সেটি ওই খাঁচার আংটাতে না আটকে বরং তার গায়ে জড়িয়ে থাকা দড়িতে ঝুলে ছিল। আংটায় লেগে ছিল সেই দড়ি।

আরও কিছু সংবাদঃ 

শিশু জিহাদকে যেভাবে উদ্ধার করা হলো, এতে প্রজুক্তির ব্যবহার যেভাবে হলো। কারা ছিল সেই সাহসী তরুন দল সহ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সকল তথ্যের জন্য দেখে নিতে পারেন প্রযুক্তি.কম এর অন্যান্য প্রতিবেদন এবং সংবাদগুলো।

১) জিহাদ উদ্ধার অভিযানের সাহসী সেই পাঁচ তরুণ @ www.projuktee.com/2014/12/news12.html
 

২) সাধারণ মানুষেরাই পারে অসাধারণ কাজ - সকল কাজের মূলেই হচ্ছে ইচ্ছা শক্তি!  @ http://www.projuktee.com/2014/12/zihad.html


৩) ফারুকের দেশীয় প্রযুক্তিতে তৈরি সফল যন্ত্রের নকশা - জিহাদ উদ্ধার!  @ http://www.projuktee.com/2014/12/bd-tech.html


৪) বিদেশী প্রযুক্তিতে লাভ হয়নি, অবশেষে দেশীয় প্রযুক্তিতে উদ্ধার! @ http://www.projuktee.com/2014/12/projuktee-tech.html

 

শিশু জিহাদকে যেভাবে উদ্ধার করা হলো তার কিছু ভিডিও চিত্র নিম্নে দেওয়া হলঃ



প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

শিশু জিহাদের মৃত্যুতে আমরা প্রযুক্তি.কম (www.projuktee.com) পরিবার শোকাহত এবং পাশাপাশি অভিনন্দন জানাই সেই সাহসী পাঁচ তরুণকে। প্রযুক্তি.কম (www.projuktee.com) এর তাদের কৃতত্ত কোনদিনও ভুলবেনা।

প্রযুক্তি.কম অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ। শুধুমাত্র প্রযুক্তি পেতে, প্রযুক্তির সংবাদ জানতে ২৪ ঘন্টা www.projuktee.com সাথেই থাকুন। সকল সংবাদ, লেখা, প্রতিবেদনের একমাত্র কপিরাইট শুধুমাত্র www.projuktee.com। প্রযুক্তি.কম (www.projuktee.com) যেকোন সংবাদ, লেখা, প্রতিবেদন কপি, নকল করা সম্পুর্ন নিষেধ। ধন্যবাদ প্রযুক্তি.কম এর সাথে থাকার জন্য। প্রযুক্তি.কম (www.projuktee.com) অন্তরে বাজে প্রযুক্তির ছন্দ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ