বর্তমানে সময়ের স্পেস ভ্রমন অনেক ব্যায়বহুল। তারউপর স্পেসে বৃহৎ প্রকল্প গুলোও অনেকব বেশী ব্যয়বহুল। বর্তমানে সবচে ব্যায়বহুল প্রকল্প হল নাসার চাদে মানুষ বসবাস। এছারাও আর অনেক ব্যায়বহুল প্রকল্প চলছে। এই সব প্রকল্প গুলোও ব্যয় শুনলে অবাক হওয়া ছাড়া উপায় নাই। চলুন তাহলে দেখা যাক এ যাবত কালের সবচে ব্যায়বহুল ১০ টি স্পেস প্রকল্প সাথে প্রকল্প গুলো সংক্ষিপ্ত বিবরণী।

নাম শুনেই বঝা যায় যে এটি মঙ্গল গ্রহে অনুসন্ধানী কাজে ব্যবহার্য রোবট। এটি ২০১২ সালের ৬ আগস্ট মঙ্গল গ্রহে অবতরণ করে। এর প্রধান কাজ মঙ্গল গ্রহের আবহয়া বিশ্লেষণ এবং এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে পৃথিবীতে তথ্য প্রেরন। এই পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয় প্রায় ২.৫ বিলিয়ন ডলার।
৯# Cassini–Huygens, estimated cost: $3.26 billion:
এটি মুলত শনি গ্রহ অনুসন্ধানের কারনে গৃহীত একটি প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ৩.২৬ বিলিয়ন ডলার। ১৯৯৭ সালে এটি পৃথিবী থেকে প্রেরন করা হয় এবং শনির পৃষ্টে পৌঁছায় ২০০৪ সালে। এটি সুধু শনি গ্রহ না বরং শনির চাঁদ টাইটান সম্পরকেও আমাদের তথ্য দিয়ে থাকে।

এটি একটি স্পেস স্টেশন। এই প্রকল্পটি সুরু হয় ১৯৮৬ সালে এবং চলে ২০০১ সাল পর্যন্ত। ২০০১ সালে এটি বিধ্বস্ত হয়ে প্যাসিফিক মহাসাগরে পতিত হয়। এই প্রকল্পের আনুমানিক ব্যয় হয় প্রায় ৪.২ বিলিয়ন ডলার।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সাথে তাল মিলিয়ে রাশিয়াও স্পেসে তাদের অবস্থান শক্ত করতে এই প্রকল্পটি হাতে নেয়। ২০০১ সাল থেকে ২০১২ পর্যন্ত এই প্রকল্পে ব্যয় হয় প্রায় ৪.৭ বিলিয়ন ডলার। এবং ২০১২ থেকে ২০২০ পর্যন্ত এর আনুমানিক ব্যয় ধরা হয় ১০ বিলিয়ন ডলার। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ১৯৭৬ সালে এবং শেষ হয় ১৯৯৫ সালে।

এটি ইউরোপের জিপিএস সিস্টেম এর জন্য ব্যাবহার করা হয় । এই প্রকল্পের ব্যয় প্রায় ৬।৩ বিলিয়ন ডলার। এটি প্রায় ৩০ টি স্যাটেলাইট এর সাথে যুক্ত। সম্পূর্ণ ভাবে এর নির্মাণ শেষ হবে ২০১৯ সালে।

৫# James Webb Space Telescope, estimated cost: $8.8 billion:
নাসা, ইউরোপ স্পেস এজেন্সি এবং কানাডা স্পেস এজেন্সি এর যৌথ উদ্যোগে এই প্রকল্প। এটি মহাকাশকে আরও সুক্ষ ভাবে পর্যবেক্ষণ করবে। ১৯৯৬ থেকে ২০১৩ পর্যন্ত এর ব্যয় ৮.৮ বিলিয়ন ডলার। এই প্রকল্পটি শেষ হবে ২০১৮ সালে।

গ্লোবাল পজিসিনিং সিস্টেম কে আর উন্নত করতে এই প্রকল্প। এটি প্রায় ২৪ টি স্যাটেলাইট নিয়ে গঠিত। এর সুবিধা সকল জনগনের জন্য উন্মুক্ত, আমরা মুলত এই সিস্টেম ব্যাবহার করেই গুগল ম্যাপ ব্যাবহার করি।
৩# Project Apollo Space Program, $25.4 billion:
এটি একটি ঐতিহাসিক প্রকল্প। কমবেশি আমরা সবাই এই প্রকল্প সম্পর্কে জানি। এর ব্যয় হয় প্রায় ১৭০ বিলিয়ন ডলার।
২# International Space Station, estimated cost: $160 billion:
আন্তর্জাতিক স্পেস স্টেশন এযাবৎ কালের সবচে ব্যয় বহুল স্টেশন। এ পর্যন্ত এর ব্যয় হয় ১৬০ বিলিয়ন ডলার।
১# NASA Space Shuttle Program, total cost approximately $196 billion:
বিস্মের যেকোনো প্রকল্পের মধ্যে সবচে ব্যয় বহুল প্রকল্প NASA Space। ১৯৭২ সাল থেকে এপর্যন্ত এর ব্যয় ১৯৬ বিলিয়ন ডলার।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji