একটি সফটওয়্যার ইন্সটলের মাধ্যমে জেনে নেয়া যাক Windows PC-এর Hardware কেমন কাজ করছে।
 |
HWINFO32 |
আমরা অনেকেই Windows PC চালাচ্ছি কিন্তু জানি না পিসিতে আসলে ডিভাইসগুলো কিভাবে বা কেমন কাজ করছে, এগুলোর তাপমাত্রার কি অবস্থা তাই আজ এমন একটি সফটওয়্যারের খোজ নিয়ে এলাম যার সাহায্যে পিসির এসব খবরগুলো খুব সহজেই জানা যাবে শুধু উক্ত সফটওয়্যারটি ডাউনলোড করে নিলেই হবে।
সফটওয়্যারটি ইন্সটল করার পর যেসব সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:-
1. Processor
2. Memory
3. Bus
4. Video Adapter
5. Monitor
6. Drives
7. Audio
8. Network
সফটওয়্যারটি ডাউনলোড করার লিংক এখানে আমি এখানে
সফটওয়্যারটি এসব সুবিধার পাশাপাশি হার্ডওয়াররের system summery-এর সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।
এখন এক নিমিষেই জেনে নিন আপনার Windows PC- এর Hardware কেমন কাজ করছে
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji