Ad Code

Responsive Advertisement

Temperature Scale আবিষ্কার এবং আবিষ্কারের পেছনের গল্প ।।


Temperature
Temperature

তাপমাত্রা নির্ণয়ের অনেক ধরনের স্কেল (Temperature Scale) রয়েছে এবং বিভিন্ন ভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় । তাপমাত্রা শব্দটির ইংরেজি পরিভাষা temperature যার উৎপত্তি ল্যাটিন শব্দ ‘temperatura’ হতে যা বস্তুর তাপীয় অবস্থাকে বুঝিয়ে থাকে ।


থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা পরিমাপক (Temperature Scale) যন্ত্র । ১৭’শতকের মাঝামাঝি সময়ে আধুনিক ল্যাটিন ‘thermometrum’ (‘thermo’ অর্থ তাপ এবং ‘metrum’ অর্থ পরিমাপ করা) থেকে thermometer শব্দটির উৎপত্তি । তাপমাত্রা পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন একক রয়েছে, রয়েছে বিভিন্ন থার্মোমিটার । তাপমাত্রার এককঃ ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন ইত্যাদি ।

আসুন জেনে নেই বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কেঃ

সেলসিয়াস স্কেলঃ অ্যান্ডার্স সেলসিয়াস ছিলেন সুইডিশ জ্যোতির্বিজ্ঞানী (জন্মঃ ১৭০১ মৃত্যুঃ ১৭৪৪)। তিনি বরফ বিন্দুকে 0 ডিগ্রী, স্টীম বিন্দুকে 100 ডিগ্রী এবং স্কেলের মৌলিক ব্যবধানকে 100টি সমান ভাগে ভাগ করে এই স্কেল উদ্ভাবন করেন এবং সেন্টিগ্রেড স্কেল নামেও পরিচিত এটি ।


ফারেনহাইট স্কেলঃ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট ১৭২৪ সালের পদার্থবিজ্ঞানী, তিনি বরফ বিন্দুকে 32 ডিগ্রী, স্টীম বিন্দুকে 212 ডিগ্রী এবং স্কেলের মৌলিক ব্যবধানকে ১৮০টি সমান ভাগে ভাগ করে একটি তাপমাত্রা পরিমাপক স্কেলের প্রস্তাব করেন এবং তার নামানুসারে পরবর্তীতে এই স্কেল এর নাম ফারেনহাইট স্কেল রাখা হয় ।

কেলভিন স্কেলঃ ব্রিটিশ প্রকৌশলী ও গাণিতিক-পদার্থবিজ্ঞানী লর্ড কেলভিন, তাঁর আসল নাম ছিল উইলিয়াম থমসন, নির্ভুলভাবে পরম শূন্য তাপমাত্রার মান নির্ণয় করেন -২৭৩.১৫ ডিগ্রী সেলসিয়াস । লর্ড কেলভিনের সম্মানে -২৭৩.১৫ ডিগ্রী সেলসিয়াসকে 0 কেলভিন ধরা হয় এবং কেলভিন স্কেলের উৎপত্তি ঘটে । এই স্কেল অনুসারে বরফ বিন্দুকে 273.15K (0 ডিগ্রী সেলসিয়াস), স্টীম বিন্দুকে 373.15K (100 ডিগ্রী সেলসিয়াস) এবং স্কেলের মৌলিক ব্যবধানকে 100টি সমান ভাগে ভাগ করা হয় ।


সকল স্কেলের ক্ষেত্রে [(তাপমাত্রা – বরফ বিন্দু)/(স্টীম বিন্দু – বরফ বিন্দু)] এই অনুপাত সমান।

তাহলে, সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক,

আন্তর্জাতিক নিয়মানুসারে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের ব্যাবহার বেশি । নিচের টেবিলের মাধ্যমে সেলসিয়াস স্কেল থেকে ভিন্ন ভিন্ন তাপমাত্রা স্কেলে রূপান্তর এবং বিভিন্ন তাপমাত্রা স্কেল থেকে সেলসিয়াস স্কেলে রূপান্তরের সুত্রগুলো দেখে নেয়া যাক ।


তাপমাত্রা বিষয়ক টুকিটাকিঃ
*মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রী সেলসিয়াস।
*পানির ত্রৈধ বিন্দু 0.01 ডিগ্রী সেলসিয়াস।
*40 ডিগ্রী পাঠে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মান সমান।
*-78 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বরফ, কঠিন হতে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়।
*বিশুদ্ধ বরফের গলনাংক -0.0001 ডিগ্রী সেলসিয়াস।
*পরম শুন্য তাপমাত্রা বলতে বোঝায় -273.15 ডিগ্রী সেলসিয়াস বা 0K
*একটি বজ্রপাতের সময় উৎপন্ন তাপমাত্রা 28,000 ডিগ্রী সেলসিয়াস।
*সূর্যের কেন্দ্রে তাপমাত্রা ১৬ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস।
*পারমানবিক বিক্রিয়ায় ৩৫০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে থাকে।
*Sandia National Laboratory পরিচালিত x-ray উৎপাদনকারী Z-machine এ উৎপন্ন তাপমাত্রা ২ বিলিয়ন ডিগ্রী সেলসিয়াস।
*European Organization for Nuclear Research যা CERN নামে পরিচিত, CERN এর গবেষণায় প্রোটন ও নিউক্লিয়াসের মধ্যে সংঘর্ষে ১০ ট্রিলিয়ন ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়।
*বিগ ব্যাং এর পর মহাবিশ্বের তাপমাত্রা ছিলো 1.417×1032 ডিগ্রী সেলসিয়াস।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)