Ad Code

Responsive Advertisement

রোবট এখন মাইক্রসফটের গার্ড (Guard)

রোবট এখন মাইক্রসফটের গার্ড (Guard)! গাড়ির গ্যারেজ এলাকা পাহারা দিচ্ছে নতুন এক নিরাপত্তা প্রহরী। তার চোখ কেউই ফাঁকি দিতে পারবে না। কারণ সে দেখতে পায় চারদিকেই। তার কাজে বাধা দিলেই সে বাজিয়ে দেবে অ্যালার্ম। এমনকি পরিস্থিতি অনুযায়ী কী করতে হবে, সেই সিদ্ধান্তও নিজেই নিতে পারবে সে। সম্প্রতি মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসের এক অনুষ্ঠানে হাজির ছিল এমনই এক একটি বুদ্ধিমান রোবট প্রহরী।  

 


এ মাসের শুরুর দিকে যাঁরা মাইক্রোসফটের সিলিকন ভ্যালির ক্যাম্পাসে এসেছেন, তাঁদের সবাইকে অদ্ভুত এই নিরাপত্তা প্রহরীর মুখোমুখি হতে হয়েছে। পাঁচ ফুট উচ্চতার রোবট দেখে অনেকে আবার নভোযান মনে করে বসেছেন। ৫ নভেম্বর রাইজ অব দ্য রোবট নামের মাইক্রোসফট আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিল এই রোবট। ৩০০ পাউন্ড ওজনের এই নিরাপত্তা প্রহরীর নাম ‘কে৫’। 

কে৫ রোবটের রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। চারপাশের অবস্থা বুঝে কী করতে হবে, সেই সিদ্ধান্ত নিতে পারে এই রোবট। রোবটটিতে রয়েছে ক্যামেরা, সেন্সর ও বিশেষ অ্যালার্ম। অবশ্য এই রোবটের সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র যুক্ত করেনি মাইক্রোসফট।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ