Ad Code

Responsive Advertisement

ফেসবুকের হোম পেজে ও সাইডবারের অপ্রয়োজনীয় সব তথ্য ও নিউজ দূর করুন এক নিমিষেই

ফেসবুকের হোম পেজে ও সাইডবারে বন্ধুদের স্ট্যাটাস বা ছবি ছাড়াও আমরা অনেক বিজ্ঞাপন ও নিউজ দেখতে পাই যা আমাদের অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়। কিভাবে ফেলে দিবেন এইসব অপ্রয়োজনীয় তথ্য এতোদিন তাই হয়তো ভাবছিলেন। এতোদিন চাইলেও এই বিষয়ে কিছুই করার ছিলনা আমাদের, কেননা ফেসবুকে এমন কোনো অপশন ছিলনা এইসব বিরক্তিকর নিউজ ও বিজ্ঞাপন বাদ দেওয়ার। তবে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে সম্প্রতি ফেসবুক একটা নতুন ফিচার যোগ করেছে যার সাহায্যে আপনি সহজেই বাদ দিতে পারবেন এইসব অপ্রয়োজনীয় তথ্য আপনার পছন্দ অনুসারে। 

ফেসবুকের হোম পেজে ও সাইডবারের অপ্রয়োজনীয় সব তথ্য ও নিউজ দূর করুন এক নিমিষেই     ফেসবুকের হোম পেজে ও সাইডবারে বন্ধুদের স্ট্যাটাস বা ছবি ছাড়াও আমরা অনেক বিজ্ঞাপন ও নিউজ দেখতে পাই যা আমাদের অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়। কিভাবে ফেলে দিবেন এইসব অপ্রয়োজনীয় তথ্য এতোদিন তাই হয়তো ভাবছিলেন। এতোদিন চাইলেও এই বিষয়ে কিছুই করার ছিলনা আমাদের, কেননা ফেসবুকে এমন কোনো অপশন ছিলনা এইসব বিরক্তিকর নিউজ ও বিজ্ঞাপন বাদ দেওয়ার। তবে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে সম্প্রতি ফেসবুক একটা নতুন ফিচার যোগ করেছে যার সাহায্যে আপনি সহজেই বাদ দিতে পারবেন এইসব অপ্রয়োজনীয় তথ্য আপনার পছন্দ অনুসারে।  ফেসবুক পিউরিটি নামের এই ফিচারটি আপনি সহজেই আপনার ফেসবুকে যোগ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক পিউরিটি ডাউনলোড ও ইন্সটল করে বাদ দিবেন ফেসবুকের অপ্রয়োজনীয় তথ্যঃ  ১। প্রথমেই আপনাকে ফেসবুক পিউরিটি নামের সফটওয়ারটি ডাউনলোড ও ইন্সটল করতে হবে। ডাউনলোড লিংকঃ http://www.fbpurity.com/ আপনি যে ব্রাউজার ব্যবহার করেন যেমনঃ ক্রোম, ফায়ার ফক্স, সাফারি ইত্যাদি যেটাই ব্যবহার করেন না কেন এই সফটওয়্যারটি ডাউনলোড করার সময় allow করার একটা অপশন দেখাবে যা সিলেক্ট করে আপনি সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার ব্রাউজারের জন্য ফিচারটি কাজ করবে।  ২। একবার ফেসবুক পিউরিটি ইন্সটল করা হলে গেলে আপনার ব্রাউজারটি পুনোরায় ওপেন করুন এবং ফেসবুকে লগইন করুন। এখন আপনার ফেসবুকের নীল রঙের টুলবারে ‘FBP’ নামে একটি নতুন অপশন দেখতে পাবেন।    ৩। এখন FBP তে ক্লিক করুন দেখবেন একটা পেজ আসবে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যা যা ফেসবুক থেকে হাইড করতে চান তা সিলেক্ট করতে পারবেন। সাধারণত ফেসবুকের নিউজফিড গুলো অটোমেটিক চলে আসে যা বন্ধ করতে আপনাকে Trending Topics এর ঘরটায় ক্লিক করে সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি যা যা হাইড করতে চান তা বাছাই করে নিচের Save & Close বাটনে ক্লিক করুন।  ৪। এখন দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিদায় নিয়েছে সব অপ্রয়োজনীয় নিউজ ও তথ্য।


ফেসবুক পিউরিটি নামের এই ফিচারটি আপনি সহজেই আপনার ফেসবুকে যোগ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক পিউরিটি ডাউনলোড ও ইন্সটল করে বাদ দিবেন ফেসবুকের অপ্রয়োজনীয় তথ্যঃ

১। প্রথমেই আপনাকে ফেসবুক পিউরিটি নামের সফটওয়ারটি ডাউনলোড ও ইন্সটল করতে হবে। ডাউনলোড লিংকঃ http://www.fbpurity.com/
আপনি যে ব্রাউজার ব্যবহার করেন যেমনঃ ক্রোম, ফায়ার ফক্স, সাফারি ইত্যাদি যেটাই ব্যবহার করেন না কেন এই সফটওয়্যারটি ডাউনলোড করার সময় allow করার একটা অপশন দেখাবে যা সিলেক্ট করে আপনি সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার ব্রাউজারের জন্য ফিচারটি কাজ করবে।

২। একবার ফেসবুক পিউরিটি ইন্সটল করা হলে গেলে আপনার ব্রাউজারটি পুনোরায় ওপেন করুন এবং ফেসবুকে লগইন করুন। এখন আপনার ফেসবুকের নীল রঙের টুলবারে ‘FBP’ নামে একটি নতুন অপশন দেখতে পাবেন। 
ফেসবুকের হোম পেজে ও সাইডবারের অপ্রয়োজনীয় সব তথ্য ও নিউজ দূর করুন এক নিমিষেই     ফেসবুকের হোম পেজে ও সাইডবারে বন্ধুদের স্ট্যাটাস বা ছবি ছাড়াও আমরা অনেক বিজ্ঞাপন ও নিউজ দেখতে পাই যা আমাদের অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়। কিভাবে ফেলে দিবেন এইসব অপ্রয়োজনীয় তথ্য এতোদিন তাই হয়তো ভাবছিলেন। এতোদিন চাইলেও এই বিষয়ে কিছুই করার ছিলনা আমাদের, কেননা ফেসবুকে এমন কোনো অপশন ছিলনা এইসব বিরক্তিকর নিউজ ও বিজ্ঞাপন বাদ দেওয়ার। তবে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে সম্প্রতি ফেসবুক একটা নতুন ফিচার যোগ করেছে যার সাহায্যে আপনি সহজেই বাদ দিতে পারবেন এইসব অপ্রয়োজনীয় তথ্য আপনার পছন্দ অনুসারে।  ফেসবুক পিউরিটি নামের এই ফিচারটি আপনি সহজেই আপনার ফেসবুকে যোগ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক পিউরিটি ডাউনলোড ও ইন্সটল করে বাদ দিবেন ফেসবুকের অপ্রয়োজনীয় তথ্যঃ  ১। প্রথমেই আপনাকে ফেসবুক পিউরিটি নামের সফটওয়ারটি ডাউনলোড ও ইন্সটল করতে হবে। ডাউনলোড লিংকঃ http://www.fbpurity.com/ আপনি যে ব্রাউজার ব্যবহার করেন যেমনঃ ক্রোম, ফায়ার ফক্স, সাফারি ইত্যাদি যেটাই ব্যবহার করেন না কেন এই সফটওয়্যারটি ডাউনলোড করার সময় allow করার একটা অপশন দেখাবে যা সিলেক্ট করে আপনি সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার ব্রাউজারের জন্য ফিচারটি কাজ করবে।  ২। একবার ফেসবুক পিউরিটি ইন্সটল করা হলে গেলে আপনার ব্রাউজারটি পুনোরায় ওপেন করুন এবং ফেসবুকে লগইন করুন। এখন আপনার ফেসবুকের নীল রঙের টুলবারে ‘FBP’ নামে একটি নতুন অপশন দেখতে পাবেন।    ৩। এখন FBP তে ক্লিক করুন দেখবেন একটা পেজ আসবে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যা যা ফেসবুক থেকে হাইড করতে চান তা সিলেক্ট করতে পারবেন। সাধারণত ফেসবুকের নিউজফিড গুলো অটোমেটিক চলে আসে যা বন্ধ করতে আপনাকে Trending Topics এর ঘরটায় ক্লিক করে সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি যা যা হাইড করতে চান তা বাছাই করে নিচের Save & Close বাটনে ক্লিক করুন।  ৪। এখন দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিদায় নিয়েছে সব অপ্রয়োজনীয় নিউজ ও তথ্য।


৩। এখন FBP তে ক্লিক করুন দেখবেন একটা পেজ আসবে যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো যা যা ফেসবুক থেকে হাইড করতে চান তা সিলেক্ট করতে পারবেন। সাধারণত ফেসবুকের নিউজফিড গুলো অটোমেটিক চলে আসে যা বন্ধ করতে আপনাকে Trending Topics এর ঘরটায় ক্লিক করে সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি যা যা হাইড করতে চান তা বাছাই করে নিচের Save & Close বাটনে ক্লিক করুন।

৪। এখন দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিদায় নিয়েছে সব অপ্রয়োজনীয় নিউজ ও তথ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)