Ad Code

Responsive Advertisement

এক অজানা গুপ্ত শক্তি গ্রাস করে চলেছে মহাবিশ্বকে

আমাদের এই মহাবিশ্ব ধীরে ধীরে ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তির গ্রাসে পরিণত হচ্ছে। মহাকাশ গবেষকেরা দাবি করেছেন, ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি আমাদের এই মহাবিশ্বকে ধীরে ধীরে মুছে দেবে সে সংকেত তাঁরা পেয়েছেন। এক খবরে পিটিআই এ তথ্য জানিয়েছে। 


কী এই রহস্যময় গুপ্ত শক্তি বা ডার্ক এনার্জি? পদার্থবিজ্ঞানীদের ধারণা, ডার্ক ম্যাটারের প্রতিক্রিয়ায় তৈরি হয় ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি। আর এই ডার্ক ম্যাটারই মহাবিশ্বকে একত্রে ধরে রেখেছে। সবখানেই আমাদের ঘিরে রেখেছে ডার্ক ম্যাটার অথচ আমরা ডার্ক ম্যাটারের কোনো অস্তিত্ব টের পাই না। এর কারণ ডার্ক ম্যাটার থেকে কোনো আলোর বিচ্ছুরণ, প্রতিফলন বা আলো তৈরি হয় না। এই ডার্ক ম্যাটার পুরো বিশ্বের ৮৪ শতাংশ দখল করে রেখেছে। মহাজাগতিক এই শক্তিতেই তৈরি মহাবিশ্ব।

যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, সাম্প্রতিক জ্যোতির্বিদ্যার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ডার্ক ম্যাটারের প্রতিক্রিয়ায় ডার্ক এনার্জি বাড়ছে যার ফলে মহাজাগতিক কাঠামোর সম্প্রসারণ ধীরগতিতে হচ্ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ