স্মার্টফোন ব্যবহারকারীই মাত্রই র্যামের গুরুত্ব অনুধাবনে সক্ষম, আর তাইতো র্যামকে প্রাধান্য দিয়ে যারা উচ্চ কনফিগারেশনের স্মার্টফোন কিনতে চান তাদের জন্য বর্তমানে দেশের বাজারে থাকা ২ গিগাবাইট র্যামবিশিষ্ট স্মার্টফোনের স্পেসিফিকেশন, মূল্য ও অন্যান্য তথ্য।
পাঠকদের জন্য আজ নিম্নোক্ত ৫টি মডেলের স্মার্টফোনের স্পেসিফিকেশন, মূল্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো –
- Walton Primo S3
- Huawei Ascend G700
- Xiaomi Redmi Note 4G
- Micromax Canvas Knight
- Walton Primo X3
Walton Primo S3:
অক্টাকোর প্রসেসরের এই ফোন দেশের বাজারে ওয়ালটনের তৃতীয় অক্টাকোর প্রসেসরসমৃদ্ধ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত ওয়ালটনের এই ফোনে থাকছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। ১.৭ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর চালিত ওয়ালটনের এই স্মার্টফোনে আরও আছে ২ গিগাবাইটের র্যাম, এর পাশাপাশি Primo S3 ফোনটিতে অপেক্ষাকৃত উন্নতমানের Mali-450MP4 জিপিউ ব্যবহার করা হয়েছে।
Primo S3 মডেলের নতুন এই স্মার্টফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা । এর পাশাপাশি সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে থাকছে ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী।

- অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
- ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
- ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
- ২ গিগাবাইটের র্যাম
- মালি ৪৫০ জিপিউ
- ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
- ডুয়েল সিম ব্যবহারের সুবিধা
- ওটিজি সাপোর্ট
- ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী
মূল্যঃ
Primo S3 স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ১৬,৩৯০ টাকা।
হুয়াওয়ের এই ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর আর এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক MT6589; ব্যাটারীর দিক থেকে এই ফোন কিছুটা পিছিয়ে – ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে মাত্র ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে।
- অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন
- ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
- ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর
- ২ গিগাবাইটের র্যাম
- PowerVR SGX544 জিপিউ
- ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
- ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
- ডুয়েল সিম ব্যবহারের সুবিধা
- ২,১৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
মূল্যঃ
Huawei Ascend G700 ফোনটি বর্তমানে দেশের বাজারে ১৬,৮০০ টাকায় পাওয়া যাচ্ছে।
আকর্ষণীয় ও নান্দনিক ডিজাইন এবং চমৎকার পারফরম্যান্স – চায়নিজ প্রতিষ্ঠান শাওমি’র ডিভাইসগুলোর অন্যতম বৈশিষ্ট্য। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের রেডমি নোট ডিভাইসটির উল্লেখযোগ্য দিক হলো এতে খ্যাতনামা চিপসেট নির্মাতা কোয়ালকমের স্ন্যাপড্রাগন-৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে আর এতে জিপিউ হিসেবে রয়েছে অ্যাড্রেনো ৩০৫। ১.৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে আরও রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ওটিজি সাপোর্ট প্রভৃতি।
৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরীর এই ফোনে রয়েছে ৬৪ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া এই ফোনের ব্যাটারীও বেশ উল্লেখযোগ্য, এতে রয়েছে ৩,২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারী।
- ৫.৫ ইঞ্চি ডিসপ্লে
- ১.৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
- স্ন্যাপড্রাগন-৪০০ চিপসেট
- অ্যাড্রেনো ৩০৫ জিপিউ
- ২ গিগাবাইট র্যাম
- ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
- ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ওটিজি সাপোর্ট
- ৩,২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-পলিমার ব্যাটারী
মূল্যঃ
Xiaomi Redmi Note ডিভাইসটি বর্তমানে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ১৯,৫০০ টাকায়।
মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট ফোনটি এ-৩৫০ নামেও পরিচিত । উচ্চগতির প্রসেসর, উন্নত ক্যামেরা, উচ্চ রেজ্যুলেশন, সন্তোষজনক ব্যাটারী ব্যাকআপ – সবকিছু মিলিয়ে দারুণ এক ফোন মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট ! এই ফোনের উল্লেখযোগ্য দিক হলো ২ গিগাহার্টজের ট্রু-অক্টাকোর প্রসেসর ও ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা । তবে এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা না থাকা এই ফোনের একটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা।
চলুন একনজরে দেখে নিই মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট স্মার্টফোনটিতে কী কী ফিচার রয়েছে–
- অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবীন
- ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
- ২ গিগাবাইটের র্যাম
- ২ গিগাহার্টজের ট্রু-অক্টাকোর প্রসেসর
- ৩২ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
- ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস
- ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ২৩৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারী
- ডুয়েল সীম সুবিধাসম্পন্ন
আগ্রহীরা মাইক্রোম্যাক্স ক্যানভাস নাইট এর রিভিউ দেখে নিতে পারেন ।
মূল্যঃ
দেশের বাজারে বর্তমানে Micromax Canvas Knight স্মার্টফোনটি ২৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
ওয়ালটনের এই ফোনের সবথেকে উল্লেখযোগ্য দিক হলো এটি মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত প্রিমো এক্স থ্রি স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রীন, যার রেজ্যুলেশন হচ্ছে ১০৮০x১৯২০ পিক্সেলের। এর ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হলো ৪৪১ পিপিআই। এর ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কর্নিংয়ের ৩য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, এতে অ্যামিগো ২.০ নামের এক বিশেষ ধরণের ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে দিবে ভিন্ন এক ইন্টারফেসের স্বাদ !
১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসরের এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের একটি সীমাবদ্ধতা হলো এতে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী থাকলেও নেই কোন এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা।

- অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
- ৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
- ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
- ২ গিগাবাইটের র্যাম
- মালি ৪৫০ জিপিউ
- ১৬ গিগাবাইটের ইন্টারনাল
- ২,৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারী
মূল্যঃ
Primo X3 স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ২৬,৯৯০ টাকা

বিঃদ্রঃ - উল্লিখিত স্মার্টফোনসমূহ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কিংবা কোন জিজ্ঞাসা লিখুন মন্তব্যের ঘরে। আগামী পর্বে দেখা হবে আরও কয়েকটি ২ গিগাবাইট র্যামের স্মার্টফোনের নানা তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন আর থাকুন প্রিয়টেকের সাথে।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji