Ad Code

Responsive Advertisement

জানতে চান কোন গাছগুলো চিকিৎসা সেবায় কাজে লাগে, জানা অজানা।

চিকিৎসা সেবায় ব্যবহৃত কিছু ঔষধি গাছের পরিচিতি আসুন জেনে নেই।

চিকিৎসা সেবায় গাছ
চিকিৎসা সেবায় গাছ
সেই মানব সভ্যতার আদিকাল হতে এখন পর্যন্ত মানুষের অসুক বিসুকে নানা ঔষধি গাছের পাতা, শেকড় ও রস ব্যবহৃত হয়ে আসছে। তাই দেশ গ্রামে প্রায় সবাই তাদের বাড়ির আঙিনায় নানা স্বাস্থ্যকর ফুল, গাছ আর লতা-পাতা লাগিয়ে থাকে। জেনে অভাগ হবেন যে, মাথা হতে পা পর্যন্ত সব অসুখের জন্যই কোনো না কোন  ঔষধি গাছ রয়েছে। আসুন সেগুলো কি কি তা জানিঃ-

১.মৌরি যা হজম ক্ষমতা বাড়াতে মূখ্য ভূমিকা পালন করেঃ-

মৌরি যে হজম ক্ষমতা বাড়ায় তা হয়তো অনেকেরই জানা। পৃথিবীতে অনেক দেশেই মৌরি চাষ খুবই জনপ্রিয় এদের মধ্যে জার্মানি অন্যতম। সে দেশে সাধারণত খাবারের পর মৌরি দিয়ে বানানো চা খেয়ে থাকে। এতে শুধু বয়স্করাই নয়  ছোট্ট শিশুদেরও মৌরি চা পান করানো হয় হজমের জন্য।

২.মাইগ্রেনে ল্যাভান্ডার

মাথাব্যথায় বেশ উপকারি হচ্ছে মিষ্টি রঙের ল্যাভেন্ডার ফুল আর এর মাঝে মাইগ্রেনের জটিল মাথা ব্যথায় এটি খুবই উপকারি।  ল্যাভেন্ডার নাকের সামনে কিছুক্ষণ ধরে রাখলে ফুলের উগ্র গন্ধ মাইগ্রনের সময় খুব উপকারে আসে।

৩.কোমর ও হাড়ের ব্যথায় গোলমরিচঃ-

অনেক সময়  রাতে ঘুমানোর  বিছানার তোশক বা অন্য কোনো কারণে  ঘুম উঠে শরীর ব্যথা অনুভূত হতে পারে এ সময় যদি গোল মরিচের সাহায্য নেয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না কারণ গোলমরিচের ঝাঁঝ ব্যথা কমাতে সাহায্য করে।

৪.দারুচিনিঃ-

দারুচিনি শরীরের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং এতে রয়েছে এন্টি-অক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে সজীব রাখতে সাহায্য করে থাকে।

৫.রসূনের অসাধারণ গুণঃ-

পাশ্চাত্যের নানা দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রসুনের ব্যবহার অনেক বেশী যেমনটা আমাদের দেশেও এর ব্যবহার অনেক বেশী। রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। এমনকি উচ্চরক্তচাপ কমানো ও এন্টি-ব্যাক্টেরিয়া হিসেবে  রসুনকে ব্যবহার করা যায়।

৬.মাথাব্যথা কমাতে পুদিনার ব্যবহারঃ-

ডা. জেসিকা ম্যান্টেল বলেন, ভয়, উত্তেজনা কিংবা মানসিক চাপের কারণে মানুষের মাথাব্যথা হয়ে থাকে আর অনেকে এর কাছ হতে রক্ষা পেতে ট্যাবলেট দিকে হাত বাড়ায় কিন্তু ট্যাবলেটের দিকে হাত না বাড়িয়ে যদি পুদিনা পাতার চায়ের দিতে হাত বাড়ানো যায় তাহলে আরো ভালো ফল পাওয়া যাবে বলে  জানান তিনি।

৭.লবঙ্গঃ-
লবঙ্গ
লবঙ্গ

খাওয়ার রুচি ও খিদে বাড়ানোর জন্য ফুলের মতো সুন্দর এই লবঙ্গকে ব্যবহার করা যায়। এছাড়াও লবঙ্গ শরীরে উদ্দিপক হিসেবে এবং দাঁতের ব্যথা সারাতে কার্যকর হিসেবে কাজ করে অন্যদিকে লবঙ্গ তেলে রয়েছে জীবাণু ধ্বংসের ক্ষমতা যা এন্টিবায়োটিক ওষুধের কাজ করে।

অনেক সময় আমরা এই ঔষধি গাছগুলোকে কাজে লাগিয়ে আমাদের জটিল রোগ হতে খুব সহজেই রক্ষা পেতে পারি।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ