সংক্ষেপে জেনে নেই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বেশ কিছু অসাধারণ সেবা সম্পর্কে।
![]() |
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল |
আমরা যারা ইন্টারনেটের সাথে জড়িত তাদের পাশাপাশি যারা নই তাদের সহ সবার কাছেই গুগল নামটি অতি পরিচিত, কিন্তু আমরা অনেকেই গুগলের নানা সেবা সম্পর্কে জানি না। তাই আজকে আমি আপনাদেরকে বিশ্বের অতি জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের নানাবিধ সেবা সম্পর্কে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি।
![]() |
গুগলের সার্ভিস |
১. কোনো নির্দিষ্ট সময়ে মানুষের নানা আগ্রহের বিষয়বস্তু সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি গুগলের ট্রেন্ডস ব্যবহার করতে পারেন এবং এর সাহায্যে খুব সহজেই জানতে পারবেন মানুষের নানা বিষয়বস্তু সম্পর্কে।
২. কোন নির্দিষ্ট সময় পরে রিমাইন্ডার পেতে চাইলে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে গুগল টাইমারকে।
৩. নানা দেশের নানা ভাষার কঠিন শব্দগুলোর অনুবাদের জন্য আপনি খুব সহজেই গুগলের ট্রান্সলেটর ম্যানুয়াল ব্যবহার করতে পারেন।
৪. আপনার কি কোন কাজের জন্য রিমাইন্ডার বা নোট রাখতে চান তাহলে এর জন্য ব্যবহার করুন গুগলের গুগল কিপ নামের একটি অ্যাপ যেটি ডেস্কটপ বা স্মার্টফোন উভয়টিতেই ব্যবহার করা যাবে।
৫. যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য রয়েছে গুগলের "গুগল আর্ট প্রজেক্ট" যা বিশ্বের প্রায় সব বড় বড় জাদুঘরের বিখ্যাত ছবিগুলোর হাই রেজুলেশন ভার্সন আপনার কাছে এনে দেবে।
৬. ব্রাউজারে Google.com/sky টাইপের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন টেলিস্কপ থেকে পাওয়া মহাকাশের ছবিগুলোর সন্ধান।
৭. Google/fonts-কে ব্যবহার করে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের মতো ফন্ট।
৮. আপনার প্রয়োজন মতো বিশ্বের প্রায় ৮০ টিরো বেশি ভাষায় টাইপ করতে ব্যবহার করতে পারেন গুগলের গুগল ইনপুট টুলসকে।
৯. বিশ্বের নামকরা ইন্ডাস্ট্রিগুলোর সম্পর্কে জানতে চাইলে তাহলে ব্যবহার করতে পারেন গুগলের "থিংক ইন্সাইটস" এবং জেনে নিন কোনো একটি বিখ্যাত ইন্ড্রাস্ট্রির সম্পর্কে।
১০. যারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর, শিকাগো, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন ডিসির নির্দিষ্ট কিছু জায়গার বাসিন্দা রয়েছেন তারা খুব সহজেই গুগল এক্সপ্রেস নামে একটি সার্ভিসের মাধ্যমে বাড়িতেই পেতে পারেন খাবার, বই, ইলেক্ট্রনিক্স ও অন্যান্য সামগ্রী।
১১. বিশ্বের প্রায় ৫.২ মিলিয়ন বই হতে ১৫০০ সাল থেকে ২০০৮ সালের মধ্যে নানা শব্দের ব্যবহার সম্পর্কে খুব সহজেই জানতে আপনি ব্যবহার করতে পারেন গুগল এনগ্রামসকে।
১২. নানা ধরনের জার্নাল ও গবেষণাপত্র বের করতে ব্যবহার করতে পারেন গুগলের স্কলারকে।
১৩.এছাড়াও ফ্রী ব্লগিং-এর জন্য আপনি ব্যবহার করতে পারেন গুগলের "blogger.com"-কে।
২. কোন নির্দিষ্ট সময় পরে রিমাইন্ডার পেতে চাইলে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন এই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে গুগল টাইমারকে।
৩. নানা দেশের নানা ভাষার কঠিন শব্দগুলোর অনুবাদের জন্য আপনি খুব সহজেই গুগলের ট্রান্সলেটর ম্যানুয়াল ব্যবহার করতে পারেন।
৪. আপনার কি কোন কাজের জন্য রিমাইন্ডার বা নোট রাখতে চান তাহলে এর জন্য ব্যবহার করুন গুগলের গুগল কিপ নামের একটি অ্যাপ যেটি ডেস্কটপ বা স্মার্টফোন উভয়টিতেই ব্যবহার করা যাবে।
৫. যারা আর্ট ভালোবাসেন তাদের জন্য রয়েছে গুগলের "গুগল আর্ট প্রজেক্ট" যা বিশ্বের প্রায় সব বড় বড় জাদুঘরের বিখ্যাত ছবিগুলোর হাই রেজুলেশন ভার্সন আপনার কাছে এনে দেবে।
৬. ব্রাউজারে Google.com/sky টাইপের মাধ্যমে আপনি খুব সহজেই জানতে পারবেন টেলিস্কপ থেকে পাওয়া মহাকাশের ছবিগুলোর সন্ধান।
৭. Google/fonts-কে ব্যবহার করে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের মতো ফন্ট।
৮. আপনার প্রয়োজন মতো বিশ্বের প্রায় ৮০ টিরো বেশি ভাষায় টাইপ করতে ব্যবহার করতে পারেন গুগলের গুগল ইনপুট টুলসকে।
৯. বিশ্বের নামকরা ইন্ডাস্ট্রিগুলোর সম্পর্কে জানতে চাইলে তাহলে ব্যবহার করতে পারেন গুগলের "থিংক ইন্সাইটস" এবং জেনে নিন কোনো একটি বিখ্যাত ইন্ড্রাস্ট্রির সম্পর্কে।
১০. যারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর, শিকাগো, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন ডিসির নির্দিষ্ট কিছু জায়গার বাসিন্দা রয়েছেন তারা খুব সহজেই গুগল এক্সপ্রেস নামে একটি সার্ভিসের মাধ্যমে বাড়িতেই পেতে পারেন খাবার, বই, ইলেক্ট্রনিক্স ও অন্যান্য সামগ্রী।
১১. বিশ্বের প্রায় ৫.২ মিলিয়ন বই হতে ১৫০০ সাল থেকে ২০০৮ সালের মধ্যে নানা শব্দের ব্যবহার সম্পর্কে খুব সহজেই জানতে আপনি ব্যবহার করতে পারেন গুগল এনগ্রামসকে।
১২. নানা ধরনের জার্নাল ও গবেষণাপত্র বের করতে ব্যবহার করতে পারেন গুগলের স্কলারকে।
১৩.এছাড়াও ফ্রী ব্লগিং-এর জন্য আপনি ব্যবহার করতে পারেন গুগলের "blogger.com"-কে।
0 মন্তব্যসমূহ
এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।
Emoji