Ad Code

Responsive Advertisement

পালন হয়ে গেল YOUTUBE এর বর্ষ পূর্তি

Add caption

৭ম বর্ষে পা রাখল জনপ্রিয় ভিডিও ওয়েব সাইট "TouTube"। নব্য ধারণার ভিডিও সেবা নিয়ে শুরু অনলাইন শেয়ারিংয়ে ইউটিউব দারুণ জনপ্রিয় হয়ে উঠে। এখন প্রতিদিন ৮০ কোটি ভক্ত  youtube এ ভিডিও দেখে থাকে।


 বর্তমানে প্রতি মিনিটে ৭২ ঘণ্টার ভিডিও আপলোড হয়ে থকে youtube এ। গুগলের মালিকানাধীন ইউটিউব ভবিষ্যতেও তাদের জয়যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ২০০৬ সালে গুগল তাদের জনপ্রিয় সেবা বাড়াতে youtube কে কিনে নেয়। এ জন্য গুগলকে ১৬৫ কোটি ডলার ব্যয় করতে হয়। youtube এর সবচেয়ে সাড়া জাগানো ভিডিও হচ্ছে ‘রয়েল ওয়েডিং’ অনুষ্ঠান। বর্তমান সময়ের হিসাবে প্রতিমাসে ৩০০ কোটি ঘণ্টা ভিডিও উপভোগ করছে বিশ্বের বিনোদনপ্রেমীরা। আর এ জন্য একমাত্র গমাধ্যম হচ্ছে youbube। এ অর্জন এটাই প্রমাণ করে youtube সঠিক পথেই এগোচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ