Ad Code

Responsive Advertisement

সাবধান থাকুন! Buy Airtime দিয়ে bKash ওয়ালেট থেকে রিচার্জ করার ক্ষেত্রে

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিকাশ ওয়ালেটের মাধ্যমে মোবাইলে একাউন্টে রিচার্জ করলে তা সময়মত ব্যালেন্সে জমা হয়না। অনেকসময় দেখা যাচ্ছে, আপনি যেই অপারেটরের নাম্বারে রিচার্জ করেছেন সেই অপারেটরের কারিগরি ত্রুটির কারণে রিচার্জ হলনা। 

সাবধান থাকুন! Buy Airtime দিয়ে bKash ওয়ালেট থেকে রিচার্জ করার ক্ষেত্রে    সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিকাশ ওয়ালেটের মাধ্যমে মোবাইলে একাউন্টে রিচার্জ করলে তা সময়মত ব্যালেন্সে জমা হয়না। অনেকসময় দেখা যাচ্ছে, আপনি যেই অপারেটরের নাম্বারে রিচার্জ করেছেন সেই অপারেটরের কারিগরি ত্রুটির কারণে রিচার্জ হলনা।  যেহেতু টাকা আপনার কথা বলার একাউন্টে জমা হয়নি, সেহেতু নিয়ম অনুযায়ী তা আপনার বিকাশ ওয়ালেটে জমা হবে। কিন্তু এক্ষেত্রে আপনি যতক্ষন না বিকাশকে বিষয়টি জানাবেন, ততক্ষণ তারা এই ব্যাপারে মাথা ঘামাবেনা। যদিও তারা এমন একটি মেসেজ আপনাকে পাঠাবেঃ “Your bKash Buy Airtime request of Tk. 200.00 for 01617XXXXXX is unknown. The deducted amount will be returned soon. Please call 16247 for details.” এমনকি আপনি তাদেরকে অভিযোগ আকারে জানানোর পরও তারা আপনার কাছ থেকে সর্বোচ্চ ৫ কর্মদিবস সময় চাইবে। একবার ভেবে দেখুন, আপনার কষ্টে উপার্জিত টাকার জন্য আপনি বিনা কারণে কেনো ৫ কর্ম দিবস অপেক্ষা করবেন? আমি ১৬২৪৭ নাম্বারে অভিযোগ করে এমনকি ইমেইল করেও ৪ দিন পরেও এখনো আমার ৪০০ টাকা ফেরত পাইনি। তাই আমরা জনস্বার্থে এই লেখাটি সবার সাথে শেয়ার করলাম।  বিঃ দ্রঃ আমি যদি ভুল না করে থাকি, আমার ধারনা এই ব্লগে শুধু বিকাশ নয় প্রত্যেকটা মোবাইল অপারেটরের অন্তত কয়েকজন প্রতিনিধি নিয়মিত না হলেও দুই একদিন পর এই পেইজ অনুসরণ করেন। তাদের উদ্দেশ্যে বলছি, “নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখুনতো এভাবে কাস্টমাদের ভোগান্তিতে ফেলানো কোন ধরনের নৈতিকতা”? নাকি উদাহরণ দিবেন এইটা আপনাদের কাস্টমার সার্ভিসের একটা অংশ? বিকাশের উদ্দেশ্যে বলছি, দিন দিন আপানাদের গ্রাহক বাড়ছে এবং আপনাদের উপর তাদের বিশ্বাস আরো গভীর হচ্ছে। মনে রাখবেন,যায়ী বিশ্বাস ১ বছরে অর্জন করেছেন সেই বিশ্বাস ১ মিনিটে হারাতেও সময় লাগবেনা। সাধারণ মানুষের রক্ত জল করা পরিশ্রমের টাকা, ছাত্রছাত্রীদের পড়াশুনার ফাঁকে টিউশানি করে উপার্জিত টাকা নিয়ে এভাবে কোন ক্যাটাগরির খেলা খেলছেন? মানুষ বিকাশে টাকা জমায় সময়ের প্রয়োজনে কিংবা ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে। সেই টাকা যদি বিকাশের কারণে তারা সময়মত নিজেদের কাজে ব্যবহার করতে না পারে তবে কি প্রয়োজন তাদের বিকাশে ওয়ালেটে টাকা জমানোর?



যেহেতু টাকা আপনার কথা বলার একাউন্টে জমা হয়নি, সেহেতু নিয়ম অনুযায়ী তা আপনার বিকাশ ওয়ালেটে জমা হবে। কিন্তু এক্ষেত্রে আপনি যতক্ষন না বিকাশকে বিষয়টি জানাবেন, ততক্ষণ তারা এই ব্যাপারে মাথা ঘামাবেনা। যদিও তারা এমন একটি মেসেজ আপনাকে পাঠাবেঃ “Your bKash Buy Airtime request of Tk. 200.00 for 01617XXXXXX is unknown. The deducted amount will be returned soon. Please call 16247 for details.” তাই আপনি তাদেরকে অভিযোগ আকারে জানানোর পর তারা আপনার কাছ থেকে সর্বোচ্চ ৫ কর্মদিবস সময় চাইবে।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. ধান্দাবাজদের কত ধরনের ধান্দা থাকে... সহজ সরল বাঙ্গালীদের পেয়ে জোকের মত রক্ত চুষে খাচ্ছে।

    উত্তরমুছুন

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)