Ad Code

Responsive Advertisement

খুব সহজেই Local host-এর জন্য ব্যবহৃত দুটি জনপ্রিয় সফটওয়্যার XAMPP ও WAMP এর মধ্যকার পার্থক্য জেনে নেই, সফটওয়্যার, সি এম এস।

আসুন সংক্ষেপে জেনে নেই XAMPP এবং WAMP এর মধ্যকার পার্থক্যগুলো।


                                       
XAMPP এবং WAMP এর মধ্যকার পার্থক্য
XAMPP এবং WAMP এর মধ্যকার পার্থক্য

বর্তমানে আমরা অনেকে CMS-এ অর্থাৎ Content Management System-এ Ecommerce site খুলে থাকি আর এই সাইটকে প্রথমে local host-এ ব্যবহার করা হয় করে দেখা হয় আর তারই XAMPP সফটওয়ারটিকে ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে Magento-দিয়ে Ecommerce site খুলার জন্য প্রথমে  local host হিসেবে WAMPP-কে ব্যবহার করা হয়ে থাকে এখন আমাদের সবার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে, এই  XAMPP এবং WAMP এর মাঝে কি কোন পার্থক্য আছে না নেই। আসুন খুব সংক্ষেপে জেনে নেই এদের মাঝের কিছু পার্থক্য আছে কিনা।

১.WAMP v/s XAMPP এদের মধ্যেঃ-
                 
WAMP
WAMP
   

       
               W=Windows,
               A=Apache,
               M=Mysql,
               P=Php    অন্যদিকে 

                               
XAMPP
XAMPP


               X=X-os
               A=Apache,
               M=Mysql,
               P=Php,
               P=Perl


 ২.WAMP v/s XAMPP ঃ- WAMP হচ্ছে open source cross platform কিন্তু XAMPP-এর মতো Configura করা এতো সহজ না। কিন্তু  XAMP-ও হচ্ছে open source cross platform এবং এটিকে খুব সহজে configure করা যায়।

৩.WAMP v/s XAMPP ঃ-WAMP-এ php coding-এ মাঝে মাঝে সমস্যা দেখা যায় এবং C panel Maintain করা খুবই কঠিন।
XAMPP-এ php coding -এ  তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। আর  C panel- খুব সহজেই Maitain করা যায়।


৪.WAMP v/s XAMPP ঃ-WAMP-কে Beginner-দের জন্য অনুপযুক্ত বলা হয়ে থাকে।
XAMPP-কে Beginner-দের জন্য উপযুক্ত বলা হয়ে থাকে।

৫.WAMP v/s XAMPP ঃ- WAMP XAMPP এর মতো এতো Powerful না অন্যদিকে WAMP MYSQL এবং PHP কে support দেয়।
আবার XAMPP support দেয় MySQL, PHP 

এবং PERL.  

6.WAMP v/s XAMPP ঃ-সাধারণত সাইটের  Apps নিয়ন্ত্রণের জন্য WAMP-কে ব্যবহার করা যায়। অন্যদিকে সাইটের Advanced level-এর কিছু পরিবর্তন করার ক্ষেত্রে XAMPP-কে ব্যবহার করা হয়।
                                       
৭.WAMP v/s XAMPP ঃ- এই দুই সফটওয়্যারকেই একই উইন্ডোজে চালনো সম্ভব তবে প্রফেশনালরা WAMP হতে XAMPP-কে বেশী Priroty দিয়ে থাকে।    


আশা করি পোস্টটি পড়ে আপনাদের ভালো লেগেছে।


XAMPP এবং W AMP এর মধ্যকার পার্থক্যগুলো।

 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)