Ad Code

Responsive Advertisement

"ফ্রিল্যান্সিং" ক্যারিয়ার শুরুর কিছু কথা

সাধারণত জারা ইন্টারনেট ব্যাবহার করেন তারা সকলেই জানে বা শুনেছে যে অনলাইনে টাকা/ডলার আয় করা যায়। কিন্তু অনেকেই জানে না যে কি ভাবে তা করা হয়। কেউ যদি ফ্রিল্যান্সিং এ আগ্রহী হয়, তাহলে অবশ্যই তাকে ফ্রিল্যান্সিং সম্প্রকে ধারণা থাকতে হবে।


একজন ফ্রিলেন্সার হতে হোলে যা যা জানা বা করা দরকার।

১।নিজস্ব একটি oDesk/freelancer/Elance/fiverr প্রোফাইল থাকতে হবে।
২।নিজেকে কাজের উপযুক্ত করে গোড়তে হবে।
৩।ইংরেজিতে খুব ভাল না হলেও অন্তত লেখা ও অন্নের বাচন বুঝার ক্ষমতা থাকতে হবে।
৪।প্রফাইল সাজানো গুছানো রাখা।
৫।তারাহুরা বা যেমন খুশি তেমন ভাবে জব অ্যাপ্লাই না করা।
৬।সময় সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে।
৭।আপনাকে আপনার বাছাই করা ক্যাটাগরিতে oDesk কিছু Test/Exam এর ব্যাবস্থা রেখেছে।সে গুলোতে আংশগ্রহন নিশ্চিত করুন।
৮।প্রোফাইল এ কোন মিথ্যা/ভুল তথ্য না দেওয়া।

আসলে সফলতা অনেক কঠিন জিনিস তা আমরা সবাই জানি। তবে উপরের আঁটটি ধাপ যদি ১০০ ভাগ কোন  ব্যাক্তি চেস্ট করে সফল সে হবেই। এত সময় আমি কেবল প্রাথমিক কিছু ধাপ আপনাদের জানিয়ে রাখলাম।

যে ভাবে আপনার প্রফাইল তৈরি করবেন
আমি যে ওয়েবসাইটের প্রফাইল নিয়ে আপনাদের সাথে আলচনা করছি সেই ওয়েবসাইটের নাম "oDesk" ।
[[আমি আপনাদের একটি সাইট এর সাথে পরিচয়য় করিয়ে দিবো, বাকী গুলো আপনারা নিজে নিজে পরিচয় হয়ে নিবেন]]


১। আপনার ব্রাউজার এ টাইপ করুন (WWW.odesk.com) কিছুক্ষণ পর আপনার ডেস্কটপে একটা পেইজ আসবে।

এখন আপনি ইউজার/ব্যাবহারকারী/সদস্য হতে চাইলে sign up লেখায় ক্লিক করুন।

এবার নতুন আর একটি পেইজ আসবে ২টি অপশন শহ।
এবার লক্ষ্য করুন এখানে ২টি অপশন আছে।

১।Need freelancer (ক্লাইন্ট অপশন) যদি কেউ ফ্রিল্যান্সার চায়।
২।Need Job ( ফ্রিল্যান্সারঅপশন ) যারা কাজ করতে চায়।

যেহেতু আমরা কাজ করতে চাই, তাই আমরা ২নং টা বা লাল দাগ দেয়া I Need a Job অপশনটাই বেছে নিয়ে ক্লিক করব।

এবার নতুন আর একটি পেইজ অপেন/খুলবে/আসবে।সেখানে আপনার নাম/ইমেইল আইডি/পাসওয়ার্ড সহ বিভিন্ন তথ্য আসবে যে গুলো আপনাকে পুরন করতে হবে।

পেইজটিতে একটি অপশন আছে যেখানে বলা আছে,How did you hear about odesk? এখানে আপনি আপনার ইচ্ছা অনজায়ীউত্তর দিতে পারেন। যেমনঃ

আমি এখানে উত্তর হিসেবে নিয়েছি Friend (কালো কালি) দাগ সম্বলিত।পেইজটির সম্পূর্ণ তথ্য পুরন করে সবুজ রং এর বাটন এ  ক্লিক করুন।

এবার একটা পেইজ আসবে যেখানে আপনার প্রোফাইল অনুমতি পাওয়ার জন্য লাল বৃত্ত সম্বলিত লিংক এ ক্লিক করুন।

এবার আপনার ইমেইল এ একটি বার্তা যাবে অডেস্ক থেকে ঐ লিংক এ ক্লিক করলে আপনাকে আরও একটি পেইজ আসবে।

এবার আপনার username/eMAIL দিন। অর্থাৎ যে username বা eMAIL আপনি sign up করেছেন সেটা বসাবেন।
তারপর আপনার অডেস্ক password এর ঘরে password দিন।
এবার sign in বাটনে ক্লিক করুন।


আসলে কোন কিছুই জটিল বা কঠিন না। আপনার ইচ্ছা আর প্রচেষ্টাই যথেস্ট। ভাবছেন শুধু প্রোফাইল তৈরি করলেই কি আর কাজ/টাকা/ডলার আসবে? আমিও বলব না শুধু প্রোফাইল তৈরি করলেই কাজ/টাকা/ডলার আসবে না।

ভয় পাবার বা সাহস হারানোর কোনই কারন নেই, আমি আছি প্রতিদিন আপনাদের পাশে।আপ নার প্রোফাইল সাজানো থেকে কাজের জন্য দরখস্ত তৈরি করা পর্যন্ত আপনাদের সাথেই আছি।

আশা করব আগ্রহী বন্ধুরা আমার এই পোষ্ট পরবেন,বুঝবেন এবং তার যথাযথ প্রয়োগ করবেন।
এবং পরবর্তী টিউটোরিয়াল এর অপেক্ষায় থাকুন আমি আবার আসছি ভালো কিছু নিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ