Ad Code

Responsive Advertisement

Ebola Virus এর ব্যাপারে কিছু ভুল ধারণা ও সঠিক তথ্য

ইতোমধ্যেই Ebola Virus আক্রান্ত করে ফেলেছে ৭,৪৭০ মানুষকে এবং এর কারণে প্রাণ দিয়েছেন ৩,৪৩১ জন মানুষ এবং তাদের বেশিরভাগই পশ্চিম আফ্রিকায়। স্বভাবতই Ebola Virus নিয়ে মানুষের মাঝে ভীতি ছড়িয়ে পড়ছে। এই ভীতি থাকার কারণে অনেকেই সাবধান থাকবেন এবং এড়াতে পারবেন এবোলার ঝুঁকি, ফলে তা একদিক দিয়ে ভালো। কিন্তু অনেকেই আবার Ebola Virus সংক্রমণের ব্যাপারে কিছু ভুল ধারণা পোষণ করে থাকেন। দেখুন এসব ভুল ধারণা কী এবং সত্যিটাই বা কী।




এবোলার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, তা মানুষের শরীরের বাইরে তেমন ভালো অবস্থায় থাকে না। শুষ্ক পৃষ্ঠে এটি খুব বেশি হলে কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। তবে রক্ত বা মিউকাসের মতো তরলের মাঝে তা বেঁচে থাকতে পারে কয়েক দিন পর্যন্ত। এ কারণে এবোলায় আক্রান্ত বা মৃত ব্যক্তির দেহের সংস্পর্শে যারা যান তাদের থাকা উচিত সতর্ক। আহত ব্যক্তির দেহের সংস্পর্শে গেলেই কেবল তা ছোঁয়াচে হতে পারে।


Ebola Virus এর ব্যাপারে কিছু ভুল ধারণা ও সঠিক তথ্য

Ebola Virus এর ব্যাপারে কিছু ভুল ধারণা ও সঠিক তথ্য


এই রোগে আক্রান্ত ব্যক্তি যদি না জানেন যে তার শরীরে এই রোগ আছে, এবং তার হাঁচি অথবা ঘাম যদি কোনো সুস্থ মানুষের হাতে লাগে এবং তিনি সেই হাত নিজের চোখ, নাক বা মুখে স্পর্শ করেন তবে Ebola Virus সংক্রমিত হতে পারে। তবে Ebola Virus হাঁচি-কাশির মতো সহজে ছড়ায় না। বিশেষ করে বাতাসের মাধ্যমে তো নয়ই। 


Ebola Virus  যেভাবে ছড়ানোর সম্ভাবনা নেইঃ

  •  বাতাস এবং পানির মাধ্যমে

  •  খাবার (তবে Ebola Virus আক্রান্ত প্রাণীর মাংস থেকে ছড়াতে পারে) 

  •  মশা এবং অন্যান্য পোকামাকড় 

  •  Ebola Virus থেকে সম্পূর্ণ সেরে ওঠা রোগী


 Ebola Virus যেভাবে ছড়াতে পারেঃ

  •  এবোলায় আক্রান্ত মানুষের সাথে শারীরিক সংস্পর্শে এলে 

  •  Ebola Virus রোগীর রক্ত, মল-মুত্র, ঘাম ইত্যাদি শারীরিক তরলের সংস্পর্শে এলে 

  •  Ebola Virus রোগীর শরীরে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জের সুঁই এর মাধ্যমে 

  •  Ebola Virus আক্রান্ত প্রাণীর সংস্পর্শে এলে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ