Ad Code

Responsive Advertisement

হ্যাকিং হতে বাঁচতে কোন তথ্য আসুন জেনে নেই খুব সংক্ষেপে, হ্যাকিং।

আসুন সংক্ষেপে জেনে নেই কিভাবে বাঁচবেন হ্যাকারদের হাত হতে।

আমাদের কমবেশি সবারই ফেসবুক, টুইটার, ইয়াহু ও জিমেইলসহ নানা সাইটে ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে আর এরই সাথে এর নিরাপত্তা নিয়েও রয়েছে উদবিগ্নতা।
তাই আমাদের অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে  করতে হয় অনেক কিছুই। এরপরও পরতে হয় নানা ফাঁদে। হ্যাকার একটি কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ভাষা, যার সহজ অর্থ চোর। এরা অবশ্য চোর হলেও যথেষ্ট ভালো ঘরের চোর কারণ এরা এখন সবাইকে জানিয়ে দিচ্ছে যে, কোন কোন কারণে পিসি বা সাইট হ্যাক হয় বেশি। 

নিম্নে তা সংক্ষেপে দেয়া হলোঃ-

১.সহজ পাসওয়ার্ড ব্যবহার করা।
২.পাসওয়ার্ড  ঘন ঘন পরিবর্তন করা,
৩.ওয়াইফাইয়ের ক্ষেত্রে  সাধারণত WPA বা WEP ব্যবহার হয় কিন্তু WPA2 ব্যবহার করাই শ্রেয়,
৪.ব্লু-টুথ অথবা ওয়াইফাই চালু রাখা,
৫.HTTPS এর সাইট ব্যবহার না করে HTTP সাইট ব্যবহার করা,

এছাড়াও আমারা facebook এর ক্ষেত্রে second verification ব্যবহার করে অ্যাকাউন্টকে আরো নির্ভরযোগ্য করে তুলতে পারি।
সবশেষে বলবো, সতর্কতার কোন বিকল্প নেই। উপরিউক্ত পয়েন্টগুলো একটু খেয়াল করে দেখলেই বা মেনে চললেই আশা করা যায় হ্যাকারদের হাত হতে বাঁচা সম্ভব।

আশা করি পোস্টটি আপনার উপকারে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)