Ad Code

Responsive Advertisement

iPhone6+ বেঁকে যাওয়ার ঘটনায় একদম চুপ Apple

 গত বুধবার নতুন দুটি পণ্য নিয়ে রীতিমতো হোঁচট খেয়েছে Apple। iPhone 6+ ক্রেতারা অভিযোগ করেছেন, তাঁদের প্যান্টের পকেটে সামান্য চাপে বেঁকে যাচ্ছে ফোনটি। অপরদিকে অপারেটিং সিস্টেমে ত্রুটির কারণে Mobile-এনেটওয়ার্ক সংযোগ পেতে সমস্যা হচ্ছে বলে IOS8-এর updateসরিয়ে নিয়েছে Apple।


iPhone6+ বেঁকে যাওয়ার ঘটনায় একদম চুপ Apple
iPhone6+ বেঁকে যাওয়ার ঘটনায় একদম চুপ Apple

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে Apple এর এ দুটি সমস্যাকে ‘Band-gate’ বলা হচ্ছে। ২০১০ সালে iPhone৪ ব্যবহারকারীরাও iPhone এর অ্যানটেনার সমস্যায় পড়েছিলেন। তখন Apple এর এ সমস্যাটিকে নাম দেওয়া হয় ‘অ্যানটেনাগেট’।


iPhone বেঁকে যাওয়ার ঘটনায় একদম মুখ খোলেনি Apple কর্তৃপক্ষ। অবশ্য, IOS8 অপারেটিং সিস্টেমের update৮.০.১ সংস্করণটি তুলে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে। 

 
iPhone6+ বেঁকে যাওয়ার ঘটনায় একদম চুপ Apple
iPhone6+ বেঁকে যাওয়ার ঘটনায় একদম চুপ Apple

iPhone ৬ প্লাস বেঁকে যাচ্ছেগত বুধবার নতুন দুটি পণ্য নিয়ে রীতিমতো হোঁচট খেয়েছে Apple। iPhone 6+ ক্রেতারা অভিযোগ করেছেন, তাঁদের প্যান্টের পকেটে সামান্য চাপে বেঁকে যাচ্ছে ফোনটি। অপরদিকে অপারেটিং সিস্টেমে ত্রুটির কারণে Mobile-এ নেটওয়ার্ক সংযোগ পেতে সমস্যা হচ্ছে বলে IOS8-এর updateসরিয়ে নিয়েছে Apple।  সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে Apple এর এ দুটি সমস্যাকে ‘Band-gate’ বলা হচ্ছে। ২০১০ সালে iPhone৪ ব্যবহারকারীরাও iPhone এর অ্যানটেনার সমস্যায় পড়েছিলেন। তখন Apple-এর এ সমস্যাটিকে নাম দেওয়া হয় ‘অ্যানটেনাগেট’।


iPhone বেঁকে যাওয়ার ঘটনায় একদম মুখ খোলেনি Apple কর্তৃপক্ষ। অবশ্য, IOS8 অপারেটিং সিস্টেমের update ৮.০.১ সংস্করণটি তুলে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে। বেঁকে যাচ্ছে iPhone 6+!


বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্র্যান্ডওয়াচ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগের সাইটে ‘বেন্ড’ কথাটি কমই ব্যবহার করা হয়েছে। কিন্তু ইউটিউবে ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। টুইটারে ‘টাইট প্যান্ট’ ‘বেন্ড ইন ইয়োর পকেট’ প্রভৃতি বিষয়ে অনেক টুইট হচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট৩-এর সঙ্গে তুলনা করেও অনেক টুইট করা হয়েছে। 

 
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ব্র্যান্ডওয়াচ জানিয়েছে, ২২ সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগের সাইটে ‘বেন্ড’ কথাটি কমই ব্যবহার করা হয়েছে। কিন্তু ইউটিউবে ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। টুইটারে ‘টাইট প্যান্ট’ ‘বেন্ড ইন ইয়োর পকেট’ প্রভৃতি বিষয়ে অনেক টুইট হচ্ছে। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট৩-এর সঙ্গে তুলনা করেও অনেক টুইট করা হয়েছে।

iPhone বেঁকে যাওয়ার বিষয়টি নিয়ে Apple মুখ না খুললেও প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকবেরি Apple কে খোঁচা দিয়েছে। Apple এর প্রধান নির্বাহী জন চেন ‘পাসপোর্ট’ নামে নতুন ফোন উদ্বোধনের সময় মন্তব্য করেছেন, ‘পাসপোর্ট বাঁকা করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।’


১৯ সেপ্টেম্বর থেকে iPhone বিক্রি শুরু হওয়ার পর প্রথম তিন দিনেই এক কোটি iPhone6 ও iPhone6+ বিক্রির রেকর্ড গড়েছে Apple। 

 
iPhone বেঁকে যাওয়ার ঘটনায় একদম মুখ খোলেনি Apple কর্তৃপক্ষ। অবশ্য, IOS8 অপারেটিং সিস্টেমের update ৮.০.১ সংস্করণটি তুলে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে। বেঁকে যাচ্ছে iPhone 6+!
iPhone বেঁকে যাওয়ার ঘটনায় একদম মুখ খোলেনি Apple কর্তৃপক্ষ। অবশ্য, IOS8 অপারেটিং সিস্টেমের update ৮.০.১ সংস্করণটি তুলে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে। বেঁকে যাচ্ছে iPhone 6+!

iPhone ৬ প্লাস বেঁকে যাচ্ছেগত বুধবার নতুন দুটি পণ্য নিয়ে রীতিমতো হোঁচট খেয়েছে Apple। iPhone 6+ ক্রেতারা অভিযোগ করেছেন, তাঁদের প্যান্টের পকেটে সামান্য চাপে বেঁকে যাচ্ছে ফোনটি। অপরদিকে অপারেটিং সিস্টেমে ত্রুটির কারণে Mobile-এ নেটওয়ার্ক সংযোগ পেতে সমস্যা হচ্ছে বলে IOS8-এর updateসরিয়ে নিয়েছে Apple।  সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে Apple এর এ দুটি সমস্যাকে ‘Band-gate’ বলা হচ্ছে। ২০১০ সালে iPhone৪ ব্যবহারকারীরাও iPhone এর অ্যানটেনার সমস্যায় পড়েছিলেন। তখন Apple-এর এ সমস্যাটিকে নাম দেওয়া হয় ‘অ্যানটেনাগেট’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ