Ad Code

Responsive Advertisement

অ্যান্ড্রয়েড ট্রান্সলেট অ্যাপে বাংলা ফোনেটিক সুবিধা চালু হয়েছে !!!

 আরো উন্নত করা হয়েছে গুগল ট্রান্সলেট অ্যাপ-কে । এখন এতে আরো বেশি ফোনেটিক ও আরো বেশি ভাষা ব্যবহারের সুবিধা থাকছে। গুগল ট্রান্সলেট অ্যাপে এতদিন বেশ কিছু ভাষায় মনের কথা লেখা কঠিন ছিল। কারণ প্রচলিত ইংরেজী কিবোর্ড ব্যবহার করে বাংলা এবং কিছু অন্যান্য ভাষার বর্ণগুলি সঠিক ভাবে লেখা কষ্টসাধ্য ছিল। এই অবস্থা থেকে উদ্ধার পেতে কোম্পানীটি ফোনেটিক ব্যবহারের মাধ্যমে ভিন্ন ভাষার শব্দটিকে ইংরেজী উচ্চারণে লিখে উপস্থাপন করার সুবিধা সংযুক্ত করেছে এবং আরো মজার ব্যাপার হোলো এইসব ভাষার মধ্যে আমাদের মাতৃ ভাষাও রয়েছে।

গুগল ট্রান্সলেট অ্যাপ এর নতুন সংস্করণ যে নতুন ভাষাগুলিতে এই ফনেটিক ভাষা ব্যবহারের সুযোগ দিবে তা হচ্ছেঃ বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মারাঠি, পাঞ্জাবি ও তেলেগু। গুগোল প্লে থেকে এই অ্যাপটি যে কেউই বিনামূল্যে পেতে পারেন।


Download Link

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ