Ad Code

Responsive Advertisement

ফিরিয়ে আনুন মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ফাইল সমূহ!!! (Memory card)

প্রয়োজনীয় অনেক ছবি মুছে যেতে পারে বিভিন্ন কারনে অনেক সময় আমাদের মোবাইল ফোন কিংবা ট্যাব থেকে। আবার যদি এর মধ্যে গুরুত্বপূর্ণ কোন ছবি থাকে, তাহলে ঝামেলায় পড়তে হয় বেশ।

Memory card


 
আজ আপনাদের সামনে একটি কার্যকর এবং সহজ পদ্ধতি তুলে ধরা হবে যার মাধ্যমে পুনরায় ফিরে পেতে সমর্থ হবেন আপনাদের মুছে যাওয়া ছবি।

প্রয়োজনীয় সফটওয়্যারঃ প্রথমেই নিচের লিংটি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

                                          http://www.piriform.com/recuva

এবার অনুসরন করুন নিচের ধাপগুলো-

১। প্রথম ধাপ: আপনার প্রয়োজনীয় কোন ছবি মুছে গেছে আপনি যদি দেখেন, তাহলে সেই মেমোরি কার্ডে (Memory card) নতুন করে কোন ফাইল রাখবেন না কিংবা অন্য কিছু মুছে ফেলবেন না।

২। দ্বিতীয় ধাপ: আপনার কম্পিউটারে উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা সফটওয়্যারটি ইন্সটল করুন।

৩। তৃতীয় ধাপ: সফটওয়্যারটি ইন্সটল করা হয়ে গেলে চালু করুন। একটি তালিকা আপনাকে দেখানো হবে। সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।


৪। চতুর্থ ধাপ: এই ধাপে আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন।


৫। পঞ্চম ধাপ: এরপর Next ক্লিক করলেই সফটওয়্যারটি স্ক্যান করতে শুরু করবে আপনার মেমোরি কার্ডের (Memory card) নির্দিষ্ট করা ফোল্ডার। সাধারণত এখানে কেবল দেখানো হবে JPEG ফরমেটে থাকা ছবিগুলোই। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে 'Switch to advanced mode' বাটনে ক্লিক করুন। সেখান থেকে সিলেক্ট করুন প্রয়োজনীয় ফরমেটগুলো।


৬। ষষ্ট ধাপ: আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে 'Recover' বাটনে ক্লিক করুন এবং কোথায় সেভ করবেন দেখিয়ে দিন।

  ব্যাস! হয়ে গেলো আপনার সম্পত্তি উদ্ধার!!! ধন্যবাদ! :)

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)