Ad Code

Responsive Advertisement

লিনাক্স এর আদ্যোপান্ত ।।

Linux,Ubuntu
LINUX

লিনাক্স আমাদের দেশে খুব বেশি জনপ্রিও না হলেও এর ব্যাবহার বিধি ও মুক্ত অপারেটিং সফটওয়্যার হিসেবে উইন্ডোজ  অপারেটিং-কে ছারিয়ে গিয়েছে অনেক আগেই । আসুন লিনাক্স-কে একটু সহজ উপায়ে জেনে নেই । আপনারও আগ্রহ জন্মাবে লিনাক্স ব্যাবহারে ।


লিনাক্স কি? 
অনেকই মনে করে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম । প্রকৃতপক্ষে লিনাক্স কিন্তু অপারেটিং সিস্টেম নয়, এটি একটি কার্নেল । কার্নেল হচ্ছে একটি অপারেটিং সিস্টেমের অংশ ।

মূলত, অপারেটিং সিস্টেম হলো একপ্রকার বিশেষায়িত সফটওয়্যার যা অন্যান্য সাধারণ সফটওয়্যারকে চালানোর পরিবেশ সৃষ্টি করে দেয় । আর কার্নেল হল খোদ অপারেটিং সিস্টেমের একটি অংশ, যা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যোগাযোগ রক্ষা করে ।

যেমন: উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ হল অপারেটিং সিস্টেম । আর এসব অপারেটিং সিস্টেমের কার্নেল হল উইন্ডোজ এনটি । আবার উবুন্টু, ফেডোরা, লিনাক্স মিন্ট, রেডহ্যাট প্রভৃতি অপারেটিং সিস্টেম আর এদের কার্নেল হল লিনাক্স ।

কেন লিনাক্স?
স্বাভাবিক ভাবে একটি প্রশ্ন সকলের মনে আসতে পারে লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম কেন ব্যবহার করা উচিত । আসলে উইন্ডোজের তুলনায় লিনাক্সে বিশেষ কিছু সুবিধার রয়েছে লিনাক্সে । যেমন-

উন্নত নিরাপত্তা
নিরাপত্তা ব্যবস্থায় মাইক্রোসফটের উইন্ডোজের তুলনায় অনেক বেশি  উন্নত লিনাক্স । উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এন্টিভাইরাস ইন্সটল করা না থাকলে ভাইরাস বা হ্যাকারের আক্রমণে আশঙ্কা থাকে অনেক বেশি ।

কিন্তু লিনাক্সের সিস্টেম কার্নেল ভাইরাস এবং হ্যাকারদের আক্রমণ থেকে পুরোপুরি মুক্ত । কাজেই কোনো ধরণের এন্টিভাইরাস ছাড়াই নিশ্চিন্তে ব্যবহার যাবে লিনাক্স কার্নেল ভিত্তিক অপারেটিং সিস্টেম সমূহ ।

linux,ubuntu
গতি
দীর্ঘদিন ব্যবহার কিংবা অন্যান্য ক্রুটির ফলে উইন্ডোজের গতি কমে যায় । এ ত্রুটিগুলোর মধ্যে হার্ডডিস্কের এলোমেলো ফ্র্যাগমেন্টেশন, রেজিস্ট্রির অব্যবহৃত অংশ ইত্যাদি উল্লেখযোগ্য । এছাড়াও বিভিন্ন ভাইরাস ও স্পাইওয়্যারের আক্রমণের কারণেও উইন্ডোজের গতি হ্রাস পায় ।
তবে লিনাক্সের ‘ext3’ ফাইল সিস্টেমে বিশেষ পদ্ধতিতে ফাইলগুলো সজ্জিত  রাখার কারণে ফ্র্যাগমেন্টেশনের কোনো  ঝুঁকি নেই । আর লিনাক্সে অব্যবহৃত রেজিস্ট্রি এন্ট্রি জমা করে রাখে না । ফলে বহুদিন ব্যবহারের পরও উবুন্টুর স্বাভাবিক গতি ও কর্মক্ষমতা বজায় থাকে ।

হার্ডওয়্যার ড্রাইভার
উইন্ডোজে সব ধরণের হার্ডওয়্যারের ড্রাইভার ডিফল্ট ভাবে দেওয়া থাকে না । সিডি থেকে কিংবা ইন্টারনেট থেকে খুঁজে নিয়ে ইন্সটল করতে হয় । আর লিনাক্সে ডিফল্টভাবেই বহু ড্রাইভার দেওয়া থাকে । ফলে কষ্ট করে খুঁজে ড্রাইভার নেওয়ার ঝামেলাটা করতে হয় না আর ।

স্বয়ংসম্পূর্ণ
উইন্ডোজ লিনাক্সের চেয়ে অধিক স্বয়ংসম্পূর্ণ মনে হলেও তা সম্পূর্ণ ঠিক নয় । উইন্ডোজের কোনো সিস্টেম ফাইল মুছে গেলে বা ভাইরাসের আক্রমণে সিস্টেম কার্ণেলের কোনো অংশের ক্ষতি হলে উইন্ডোজ নিজে থেকে ঠিক করতে পারে না । ব্যবহারকারীকে ট্রাবলশুট করে ঠিক করতে হয় । আর পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া উইন্ডোজের অনেক ত্রুটি ঠিক করা সম্ভব নয় । ফলে একমাত্র সমাধান- উইন্ডোজ রি-ইন্সটল ।

কিন্তু লিনাক্স ভিত্তির অপারেটিং সিস্টেমে কোনো সমস্যা সৃষ্টি হওয়া প্রায় অসম্ভব । কোনো কারণে সমস্যা হলেও বুট মেনু থেকে রিকভারি মোড চালু করলে লিনাক্সা ভিত্তিক অপারেটিং সিস্টেম নিজে থেকে সম্ভাব্য সবধরণের সমস্যা খতিয়ে দেখে এবং নিজে থেকেই সবকিছু ঠিক করে নেয়, ব্যবহারকারীকে কিছুই করতে হয় না ।

বাংলা লেখা এবং পড়া
বাংলা  ফন্ট দেখার  জন্য লিনাক্স অপারেটিং সিস্টেমগুলোতে আলদা কোনো সফটওয়্যার ইন্সটল করা প্রয়োজন হয় না । লিনাক্সের জন্য রয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক, যেটি শুধুমাত্র অপারেটিং সিস্টেমকেই বাংলা করে না বরং বিভিন্ন সফ্টওয়্যারকেও অনেকাংশে বাংলায় অনুবাদ করে ।

বাংলা লেখার জন্য উবুন্টুতে আছে অত্যন্ত চমৎকার প্রভাত ফোনেটিক লে-আউট । এছাড়া ইউনিজয়সহ অন্যান্য জনপ্রিয় লেআউটে বাংলা লেখার সুবিধা রয়েছে লিনাক্সে ।

পর্যাপ্ত সফটওয়্যার:

লিনাক্স অপারেটিং সিস্টেমে উইন্ডোজ এর মত প্রয়োজনীয় সফটওয়্যার নেই বলে ধারনা অনেকের । তবে তা ঠিক নয় । প্রয়োজনীয় সকল সফটওয়্যার রয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম ।

মাইক্রোসফ্ট অফিসের বিকল্প হিসাবে আছে ওপেন অফিস অর্গ, ফটোশপের বিকল্প হিসাবে আছে অসাধারণ একটি গ্রাফিক্স ডিজাইন এবং ফটো এডিটিং সফ্টওয়্যার গিম্প, ডিভিডি/ভিসিডি মুভি দেখার জন্য টটেম, ভিএলসি মিডিয়া প্লেয়ার, গান শোনার জন্য রিদমবক্সসহ আরো  অনেক সফটওয়্যার, যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)