Ad Code

Responsive Advertisement

কম্পিউটারকে রাখুন ভাইরাসমুক্ত (টিপস)

কম্পিউটারকে রাখুন ভাইরাসমুক্ত,computer virus
কম্পিউটারকে রাখুন ভাইরাসমুক্ত (টিপস)

পার্সোনাল কম্পিউটারে ভাইরাস মানেই একটা বিরক্তিকর ব্যাপার । কিছু ভাইরাস গুরুত্বপূর্ণ ফাইল গায়েব করে আবার কিছু কম্পিটার করে করে অসম্ভব স্লো , এছাড়াও ভাইরাস থাকা মানেই হচ্ছে আপানার কম্পিউটার আর পানার থাকে না ।
কম্পিউটারে ভাইরাস আসে শক্ত জায়গা তৈরি করার জন্য। কম্পিউটার ভাইরাস কোনো পিসিতে প্রবেশের পর থেকেই তার শক্তি সঞ্চয় করা শুরু করে। আমাদের শরীরে ভাইরাসের সংক্রমণ হলে যেমন তা প্রতিনিয়ত বিভিন্ন ক্ষতিসাধন করতে থাকে, কম্পিউটারে ভাইরাসও ঠিক তাই করে। এর আক্রমণ হওয়ামাত্র তাকে বিতাড়িত করা জরুরি কাজ। ট্রোজানস, ওয়ার্মস, স্পাইওয়্যার ইত্যাদি নামে বহু ধরনের ভাইরাস রয়েছে। এগুলোকে ম্যালওয়্যারও বলা হয়ে থাকে। এগুলোকে পিসি থেকে তাড়াতে বিভিন্ন নিরাপত্তা সফটওয়্যারও রয়েছে বাজারে। এ ছাড়া মাইক্রোসফট এসব ম্যালওয়্যার দূর করতে তাদের উইন্ডোজেই কিছু মৌলিক উপায় দিয়ে রাখে। এ দুইয়ের সমন্বয় ঘটিয়ে যুদ্ধ চালিয়ে যেতে পারবেন ভাইরাসের আক্রমণ থেকে আপনার কম্পিউটার কে বাঁচাতে ।
কম্পিউটারে ভাইরাস আছে কিনা এবং থাকলে তাকে কীভাবে ডিলেট করতে হবে তা বুঝতে ছোট তিনটি কিন্তু কার্যকর টিপসঃ

১. প্রতিদিন অ্যান্টি-ভাইরাসের মাধ্যমে কুইক স্ক্যান করুন। আর প্রতি সপ্তাহে ভাইরাস খুঁজতে বড় আকারের স্ক্যান করুন। এই স্ক্যান যখন ইচ্ছে তখন করতে পারবেন। আবার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানের জন্য সময়ও ঠিক করে নেওয়া যাবে।
২. আপনি যে ই-মেইল ব্যবহার করেন তা হয়তো একটি ছবি বা মেইল ডাইনলোডের আগে তা ম্যালওয়্যার কিনা তা সাবধান করে দেয়। এমন সাবধানতার সংকেত দিলে হয় তা স্ক্যান করে দেখুন অথবা এ ধরনের ছবি বা মেইল আসা বন্ধ করে দিন।
৩. যদি ই-মেইলের প্রেরককে না চিনতে পারেন এবং তাতে কোনো লিঙ্ক দেওয়া থাকে, তবে ওই লিঙ্কে কখনো ক্লিক করবেন না। যদি তা দেখতেই হয় তাহলে লিঙ্কটি ওয়েব অ্যাড্রেস বারে কপি করে ওয়েবসাইটটি দেখে নিন। আবার প্রেরককে মোটামুটি পরিচিত মনে হলেও নিশ্চিত হয়ে নিতে হবে। সাইবার ক্রিমিনালরা পরিচিত কোনো ওয়েবসাইটের মতো দেখতে পেজের লিঙ্ক পাঠিয়ে দেবে।
এই ছোট তিনটি উপায়ে আপনি প্রতিনিয়ত ভাইরাস থেকে দূরে থাকতে পারেন। আর কোনো ভাইরাস যদি পেয়েই যান, তাহলে তাকে শায়েস্তা করার দায়িত্ব ছেড়ে দিন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ওপর। বাজারে অনেক ভালো মানের এসব সফটওয়্যার রয়েছে যা ভাইরাস চিহ্নিত করে দূর করতে পারে। সূত্র : হাফিংটন পোস্ট

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)