Ad Code

Responsive Advertisement

মাইক্রোসফট বাজারে নিয়ে আসতে যাচ্ছে উইন্ডোজ ৯, অপারেটিং সিস্টেম, অন্যান্য, সিস্টেম।

মাইক্রোসফট বাজারে নিয়ে আসতে যাচ্ছে উইন্ডোজ ৯, অপারেটিং সিস্টেম, অন্যান্য, সিস্টেম।

উইন্ডোজ ৮ এর ব্যর্থতা কাটাতে মাইক্রোসফট বাজারে নিয়ে আনতে যাচ্ছে উইন্ডোজ ৯।

মাইক্রোসফট করপোরেশন আগামী বছরেই বাজারে নিয়ে আসতে যাচ্ছে কম্পিউটারের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯। গত এপ্রিলে হয়ে গেছে বিল্ড ডেভেলপার সম্মেলনে মাইক্রোসফট উইন্ডজের ভবিষ্যৎ নির্ধারণের করনীয়, সেই সঙ্গে আগামী বছর যে উইন্ডোজের আরেকটি সংস্করণ উইন্ডোজ ৯ আসছে তাও আলোচনা হয়ে গেছে। এ তথ্যটি পাওয়া গেছে উইনসুপারসাইটের স্বত্বাধিকারী ও প্রযুক্তি ব্লগার পল থরটের পক্ষ হতে। এ বছর মাইক্রোসফট উইন্ডোজ ৮.১ বাজারে আনা সত্ত্বেও সাঁরা জাগাতে পারেনি। তাই মাইক্রোসফট আগামী বছরেই আনতে যাচ্ছে উইন্ডোজ ৯। উইন্ডোজ ৯ বাজারে আসলে জানা যাবে মাইক্রোসফট কি কি নতুন সংস্করণ নিয়ে আসছে। ধারনা করা হচ্ছে উইন্ডোজ ৯ এ মাইক্রোসফট নিয়ে আসতে যাচ্ছে স্টার্ট ম্যানু যা উইন্ডোজ ৮ এ ছিল না এবং এর ডেস্কটপেই চলবে মেট্রোজাতীয় অ্যাপস।

মজার ব্যাপার হলো উইন্ডোজ ভিস্তাকে তুলনা করা হচ্ছে উইন্ডোজ ৮ এর সঙ্গে। তাই মাইক্রোসফট বলতেই পারে যে প্রাথমিক কাজগুলো উইন্ডোজ ৮ সম্পন্ন না করলে উইন্ডোজ ৯ বানানো প্রয়োজন হতো না। যেমনটা তুলনা করা হয়ে ছিল উইন্ডোজ ভিস্তার সাথে উইন্ডোজ ৭ এর । দিন দিন যখন অ্যান্ড্রয়েটের জয় জয়কার সেখানে মাইক্রোসফট চাইবে তার ক্ষমতা উজার করে দিতে। তাইতো দেখার বিষয় আগামীতে মাইক্রোসফট তাঁর লেটেস্ট সংস্করণ উইন্ডোজ ৯ কি কি নতুনত্ব নিয়ে আনতে যাচ্ছে। তাইতো আমাদের পক্ষ হতে উইন্ডোজ ৯ এর জন্য রইলো শুভকামনা।

আশা করি পোস্টটি পড়ে উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)