Ad Code

Responsive Advertisement

চলতি বছর পিসি বিক্রি হ্রাস পাবে ৩.৭ শতাংশ

চলতি বছর পিসি বিক্রি হ্রাস পাবে ৩.৭ শতাংশ

চলতি বছর মানে ২০১৪ সালে বিশ্বব্যাপী পার্সোনাল কম্পিউটার অর্থাৎ পিসি বিক্রি  ছয় শতাংশ হ্রাস পাওয়ার সম্ভাবনা ছিল। তবে বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের জানায়, চলতি বছর পার্সোনাল কম্পিউটার বিক্রি আগের বছরের তুলনায় হ্রাস পাবে ৩ দশমিক ৭ শতাংশ। কম্পিউটার বাজারে মন্দাভাব থাকলেও সাম্প্রতিক সময়ে তা আবার চাঙ্গা হতে শুরু করেছে । মূলত ট্যাবলেট বিক্রি হ্রাস পাওয়ার ফলেই বিশ্বব্যাপী পিসি বিক্রি কিছুটা বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনে জানায় আইডিসি।

বছর তিনেক আগে অর্থাৎ, ২০১১ সালে বিশ্বব্যাপী মোট কম্পিউটার বিক্রি হয় ৩৬ কোটি ১৫ লাখ ইউনিট । ২০১২ সালে এসে এর পরিমাণ কমে দাড়ায় ৩৫ কোটি ২০ লাখে । প্রতি বছরই পিসির বিক্রি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ২০১৩ সালে বিশ্বব্যাপী মোট কম্পিউটার বিক্রি হয় ৩১ কোটি ৫১ লাখ ইউনিট। আর চলতি বছর আইডিসির প্রতিবেদন অনুযায়ী, পিসি বিক্রি হবে মোট ৩০ কোটি ৩৫ লাখ ইউনিট। বাজার বিশ্লেষকদের মতে, কম্পিউটার বিক্রি আরো বিপুল সংখ্যায় হ্রাস পাওয়ার কথা। কিন্তু আইডিসি তাদের প্রতিবেদনে জানায়, পিসি বাজার কমতে থাকলেও এখনি তা সর্বনিম্ন অবস্থানে যাচ্ছে না। আরো কয়েক বছর সংশ্লিষ্ট বাজার ধীরে ধীরে হ্রাস পাবে।

আইডিসির তথ্যমতে, ২০১৮ সাল নাগাদ দুনিয়া ব্যাপী পিসি বিক্রির পরিমাণ ২৯ কোটি ১০ লাখে নেমে আসবে। প্রতিবেদনে বাজার গবেষণা প্রতিষ্ঠানটি আরও জানায়, এ সময়ে ডেস্কটপ পিসি বিক্রি উদীয়মান ও উন্নত— এ দু ধরনের বাজারেই হ্রাস পাবে। আর পোর্টেবল পিসি বিক্রি এ সময়ে উন্নত বাজারগুলোয় হ্রাস পেলেও উদীয়মান বাজারগুলোয় বৃদ্ধি পাবে।

বেশকিছু খাতে পিসির ব্যবহার আরো দীর্ঘদিন থাকবে। উত্পাদন খাত থেকে শুরু করে প্রযুক্তি খাতেও পিসির ব্যবহার আরো বেশকিছু বছর লক্ষ করা যাবে বলে আইডিসির প্রতিবেদনে জানানো হয়। সংশ্লিষ্ট বাজারের অবস্থার উন্নয়নে পিসি ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। মার্কিন সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট আনছে তাদের নতুন সংস্করণ অপারেটিং সিস্টেম উইন্ডোজ৯। ধারণা করা হচ্ছে, উন্নত এ অপারেটিং সিস্টেমের কারণেও বিশ্বব্যাপী পিসি বিক্রির পরিমাণ কমে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. ভালো না খারাপ হবে বুঝি না । কিন্তু আমার প্রথম পছন্দ এখনও ডেক্সটপ কম্পিউটার ।

    উত্তরমুছুন

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)