Ad Code

Responsive Advertisement

Mozilla Firefox এর কয়েকটা গুরত্বপূর্ণ Add on ইচ্ছে হলে নিয়ে নিতে পারেন ।। ফায়ারফক্স, ইন্টারনেট, এসইও, কী কেন কীভাবে, টিপস এন্ড ট্রিকস, প্রযুক্তি কথন

 
Mozilla Firefox Add on
Mozilla Firefox Add on


১.Adblock plus-অপ্রয়োজনীয় অ্যাড কে বন্ধ রেখে পেজ লোড দ্রুত করে

২.all in one sidebar-দ্রুত আপনার history,downloads এবং add on অ্যাক্সেস এ সহায়তা করে।

৩.cookies manager-কুকি ইডিট করা যায়।

৪.cool preview-ক্লিক না করেই যেকোনো লিঙ্ক ভিজিট করতে পারবেন।

৫.F.B. Purity-স্লো কানেকশন দ্রুত ফেসবুক ইউজ করতে পারবেন।

৬.Facebook phishing protector-ফেসবুক ফিশিং এর টেনশন থাকলে এটা আপনাকে নিশ্চিন্ত করবে।

৭.Febe-ফায়ারফক্স এর সবকিছুর ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন।

৮.Firebug-Web Developing এর জন্য খুবই গুরত্বপূর্ণ।

৯.Fireshot-যেকোনো ওয়েব পেজ কে ইমেজ অথবা PDF হিসেবে সেভ করে রাখা যায়।

১০.Flagfox-যে Website ভিজিট করছেন সে সাইট এর IP Adress,Domain name এবং Server-Location জানতে পারবেন।

১১.Ghostery-ট্র্যাকার কে বন্ধ রাখতে পারবেন।

১২-Image zoom-শুধুমাত্র নির্দিষ্ট একটি ইমেজ কে জুম করা যায় পুরো পেজ জুম করা ছাড়া।

১৩.Lightbeam-এটি বিশেষত হ্যাকারদের জন্য।

১৪.Location bar enhancer-ব্যাবহার করে দেখুন।

১৫.Multifox-যদি আপনার ফেসবুক এ কয়েকটি অ্যাকাউন্ট থাকে তাহলে এটি আপনার জন্য খুবই কাজের।

১৬.Nosquint-অনেক ওয়েবসাইট আছে যেগুলোর ফন্ট ছোট না হয় বড় এটা আপনাকে এসব থেকে মুক্তি দিবে আর আপনি স্বাচ্ছন্দে কাজ করতে পারবেন।

১৭.Pearl crescent page saver basic-অনেকটা Fireshot এর মতই।

১৮.Tab notifier-ধরুন,আপনি একটি ট্যাব এ ফেসবুক ইউজ করছেন,আরেকটি ট্যাব এ অন্য কোন কাজ করছেন।তখন আপনাার ফেসবুক এ মেসেজ আসলো।তখন এটি আপনাকে নোটিফাই করবে।

১৯.Tab Scope-সুন্দর একটি অ্যাড-অন।যেকোনো একটি ট্যাব এর উপর মাউস এর কার্সর নিয়ে গেলে এর কাজ দেখতে পাবেন।

২০.Wappalyzer-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সেটি কি দিয়ে তৈরি তা বুঝতে এই অ্যাড অন টি আপনাকে হেল্প করবে।

২১.WebRank SEO Toolbar-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন তার র‍্যাঙ্ক সম্পর্কে এটি আপনাকে ধারনা দিবে।

২২.WOT-আপনি যে ওয়েবসাইট ভিজিট করছেন সেটি কি ট্রাস্টেড না কি আন্ট্রাস্টেড তা জানতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ