Ad Code

Responsive Advertisement

ভাসমান বইয়ের দোকান নিয়ে সারা হেনশো



দ্যা বুক বার্জ

পৃথিবীতে বইয়ের পাগল অনেক আছে। বইয়ের দোকানও কম নয়। তবে ভাসমান বইয়ের দোকান পৃথিবীতে একটাই। তা হল সারা হেনশোর অদ্ভুত বইয়ের তরী। ছোটবেলা থেকেই বই পড়ায় আগ্রহী সারা হেনশো নিজের ক্যারিয়ার গড়তে চেয়ে ছিলেন বিনোদন সাংবাদিকতায়। জনপ্রিয় সেলিব্রেটিদের দুর্দান্ত সব খবর লন্ডনের প্রথমসারির খবরের কাগজে বের হত তার হাত ধরে। কিন্তু বই পড়ার অদম্য বাসনায় ইস্তফা নিলেন সাংবাদিকতা থেকে। ঠিক করলেন বইয়ের দোকান করবেন। কিন্তু বাজারের মন্দা অবস্তায় খুব ভালো চলবেনা বইয়ের দোকান। তাই ঠিক করলেন নতুন কিছু করার যা ক্রেতাদের আকৃষ্ট করবে। নৌকায় করে বই বিক্রি করার দুর্দান্ত একটা বুদ্ধি বের করলেন। কিন্তু তার জন্য চাই একটা বড় মাপের পুঁজি। ছুটলেন শহরের বিভিন্ন ব্যাংকে। কিন্তু নৌকায় বইয়ের দোকানের জন্য কেউ লোন দিতে রাজি হল না। পরে বাবা-মায়ের সহযোগিতায় কিনে ফেললেন সরু এবং দীর্ঘ একটি নৌকা, যাকে লন্ডনের ভাষায় বলা হয় “ক্যানেল বার্জ”।
সারা হেনশো

দ্যা বুক বার্জ
২০০৯ থেকে ব্যবসা শুরু করলেন। নৌকাটির নাম দিলেন “দ্যা বুক বার্জ”। প্রথম দিকে অনেক ক্রেতাকে আকৃষ্ট করে ব্যাবসায় ভালোই লাভ করলেন সারা। শহরে নিজের ফ্ল্যাটটি বিক্রি করে নৌকাতেই থাকা-খাওয়ার ব্যবস্থা করে নিলেন। কিন্তু বর্তমান বাজার ব্যবস্থায় বইয়ের ব্যবসায় টিকে থাকা কঠিন হয়ে পড়ল। তাই ব্যবসায়ে মন্দা অবস্থার স্বীকার হতে হল সারা হনশোকে। তবে হাল ছারলেন না। নঙ্গর তুলে ছয় মাস ঘুরে বেড়ালেন ইংল্যান্ডের বিভিন্ন শহরে পাঠকদের কাছে। এতে প্রচারের সাথে সাথে তার বিক্রিও বাড়ল। শুধুমাত্র টাকা দিয়েই নয়, “দ্যা বুক বার্জ” থেকে বই কেনা যায় এক বেলার খাবার, পুরনো বই বা এক দফা চুল দিয়েও। এমন সব নতুন বুদ্ধি দিয়ে সারা হানশো ভালোভাবেই ব্যবসা চালাচ্ছেন গত পাঁচ বছর ধরে। ম্যানচেস্টার, লন্ডন, লিভারপুল, বার্মিংহাম- অনেক বড় শহরে তার  দর্শন পাওয়া গিয়েছে। বর্তমানে তিনি পরিকল্পনা করছেন নৌকা নিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ