Ad Code

Responsive Advertisement

গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে উপার্জন- ৩য় পর্ব

এটি চার পর্বের ধারাবাহিক পোষ্ট আজ এর ৩য় পর্ব শুরু করলামঃ
আগের পর্বঃ   
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে উপার্জন- ১ম পর্ব
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে উপার্জন- ২য় পর্ব


Google Adsense চেক এর একটি প্রুভ কপিঃ

গুগল সার্চ করতে গেলে দেখা যায় ডানে Sponsored Links থাকে, আবার জিমেইলেও বিভিন্ন পন্যের লিংক ব্যবহৃত হয়। এগুলো মূলত গুগলের বিজ্ঞাপন। এখন আপনি যদি গুগলের এসব বিজ্ঞাপন আপনার ওয়েব সাইটে বা ব্লগে প্রচার করেন তাহলে গুগল নির্দিষ্ট হারে আপনাকে অর্থ প্রদান করবে। আপনার সাইটে প্রচারিত লিংকে ক্লিক করে কেউ যদি উক্ত সাইটে সাইট ইন/ডাউনলোড/ক্রয় ইত্যাদি করে তাহলে আপনি নির্দিষ্ট কমিশন পাবেন। এছাড়াও গুগল কাষ্টম সার্চ ইঞ্জিন (এডসেন্‌স ফর সার্চ) এর মাধ্যমে সার্চ করেও আয় করতে পারেন। অর্থাৎ আপনার ওয়েব সাইট বা ব্লগটি যতটা জনপ্রিয় আপনার আয়ও তত বেশী হবে।
গুগল এডসেন্‌স
বিশ্বের জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনের গৃহিত বিজ্ঞাপনগুলো গুগল তার গ্রাহদের সাথে মেয়ার করে থাকে। নির্দিষ্ট নীতিমালার অধিনে পরিচালিত এডসেন্‌স দুই ভাগে বিভক্ত। এডসেন্‌স কনটেন্ট এবং এডসেন্‌স ফর সার্চ।
গুগল এডসেন্‌স ভাষা: গুগল সার্চ বাংলাতে আসলেও এখন পর্যন্ত এডসেন্‌স বাংলা ভাষাতে আসেনি। ইংরেজীর পাশাপাশি আরবী, বুলগেরিয়ান, চাইনিজ (সিমপ্লিফাইড), চাইনিজ (ট্রেডিশনাল), হাঙ্গেরীয়ান, ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান, রাশিয়ান, নরওয়েজিয়ান, পোলিশ, পর্তুগীজ, রোমানিয়ান, ডাচ, ডেনিশ, ফ্রেন্স, ফিনিশ, সার্বিয়ান, জার্মান, গ্রীক, তুর্কিজ, সুইডিজ, স্পেনিশ, চেক, হিব্রু, স্লোবাক এবং ক্রোয়েশিয়ান ভাষাতে এডসেন্‌স ব্যবহার করা যায়।
রেজিষ্ট্রেশন
এডসেন্‌স ব্যবহারের আপনার গুগল একাউন্ট থাকতে হবে। না থাকলে গুগল (http://www.gmail.com) থেকে বিনামূল্যে একাউন্ট খুলে নিতে পারেন। এবার http://www.google.com/adsense সাইটে ঢুকুন Sign up now>> বাটনে ক্লিক করুন তাহলে গুগল এডসেন্‌স এর ফরম আসবে যা পূরন করে Submit Information ক্লিক করুন। এখন প্রথম (I have an email address and password …….) অপশন বাটন নির্বাচন করুন এবং নতুন আরেকটি তালিকা আসলে I’d like to use my existing Google account for AdSense অপশন বাটন নির্বাচন করুন তাহলে নিচে লগইন বক্স আসবে। এবার এখানে আপনার জিমেইল এবং পাওয়ার্ড লিখে Continue>> বাটনে ক্লিক করুন। তাহলে রেজিষ্ট্রেশন শেষ হবে। এরপরে গুগল আপনার জিমেইলে ১-২ দিনের মধ্যে এডসেন্‌স একটিভ করার জন্য মেইল করবে। মেইলের লিংকে ক্লিক করলে আপনার এডসেন্‌স একটিভ হবে এবং তা মেইলের মাধ্যমে জানতে পারবেন।
এডসেন্‌স কনটেন্ট
একই ভাবে গুগল এডসেন্‌স লগইন করার পরে উপরে AdSense Setup ট্যাব এর Get Ads সাবট্যাবে থেকে AdSense for Content এ ক্লিক করুন। পরবর্তী পেজ থেকে Ad unit বা Link unit অপশন বাটন সিলেক্ট করে Continue>> বাটনে ক্লিক করুন। এখানে পছন্দমত ফরমেট, রঙ নিয়ে Continue>> বাটনে ক্লিক করুন। (এখানে আপনি চ্যানেল তৈরী করে যুক্ত করতে পারেন।) এবার Continue>> বাটনে ক্লিক করে Submit and Get Code বাটনে ক্লিক করলে জাভা স্ক্রিপ্টের কোড পেয়ে যাবেন যা আপনার ওয়েব পেজে বা ব্লগে ব্যবহার করলে বিজ্ঞাপন প্রদর্শন হবে।
পরবর্তীতে আপনি নতুন করে এক বা একাধিক অ্যাডসেন্‌স কনটেন্ট, এডসেন্‌স ফর সার্চ এবং রিফারেলস ব্যবহার করতে পারেন। এছাড়াও পূর্বের তৈরী করা এডসেন্‌স পরিবর্তন করতে পারবেন। জেনে নিতে পারবেন একাউন্টের যাবতিয় তথ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ