Ad Code

Responsive Advertisement

চার কোনা তরমুজ

তরমুজ একটি জনপ্রিয় গ্রীষ্ম কালীন ফল। বহু বছর ধরে  তরমুজ এর চাস হয়ে আসছে সারা বিশ্বে। সম্প্রতি জাপান তরমুজ এর আকার এর আমুল পরিবর্তন এনেছে। জি আজ আমি এমনই এক অন্নরকম মজার আবিষ্কার এর খবর জানাব। এতো দিন আমরা যে প্রায় গোল আকার এর তরমুজ দেখে আসছি তা এখন থেকে চার কোনা আকার এ পাওয়া জাবে।জি ঠিক এ পরলেন চার কোনা তরমুজ। আর এই তরমুজ বাজার এ আসার সাথে সাথে  জনপ্রিওতার শীর্ষে উঠে গেছে। বিষয় তা পড়ে যতটা টা অসম্ভম মনে হচ্ছে তেমন কিছুই আবার নয়। ছোট্ট একটা কৌশল মাত্র। চলেন দেখে ফেলি কিভাবে...........................



তরমুজ যখন মাত্র  গাছে ধরবে তখন খুব যত্ন করে আলত ভাবে তাকে ধরতে হবে কারন লতানো গাছ এমন টা একদমই পছন্দ করে না।




এমন একটি বক্স নিতে হবে এবং তার মাঝে বসিয়ে দিতে হবে।





তার পর যে সব সাধারণ যত্ন নিতে হয় তাই নিব আমরা।



জি এখন মুখে হাশি দিয়া বলেন পারছি। সধারনত যেমন সময় লাগে তরমুজ পরিপক্ক হতে তাই এ লাগবে কিন্তু আপনার টা হবে সবার চেয়ে আলাদা।



মজার বিষয় শুধু যে চার কোনা তরমুজ এ হবে তা মনে করে কষ্ট পাবার কোন কারন নেই, যেমন টা আপনি চান তেমন টি করতে পারবেন...............

কি বুজলেন?

একটি মন্তব্য পোস্ট করুন

5 মন্তব্যসমূহ

এই লিখা সম্পর্কে কোন মতমত থাকলে মন্তব্যে করে জানালে উপকৃত হব। ধন্যবাদ।

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)